SSC Recruitment Exam 2025: 'দেখি অ্যাডমিটটা', গর্ভবতী SSC পরীক্ষার্থীর চিন্তা দূর করতে পুলিশ যা করল, জানলে গর্ব হবে!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
SSC Recruitment Exam 2025: পুলিশ চাইলে সব পারে। ফের একবার প্রমাণ হল রবিবার, এসএসসি পরীক্ষার হলের বাইরে। অন্তঃসত্ত্বা এক চাকরিপ্রার্থীর এই ঘটনা জানলে চমকে উঠবেন।
advertisement
কান্দি থানার আইসি মৃণাল সিনহার সহযোগিতায় পরীক্ষায় বসলেন এক মহিলা। ভরতপুরের জজানে বাসিন্দা রাজশ্রী দত্ত। বর্তমানে তিনি গর্ভবতী। রাজশ্রী দেবী নামের ওই প্রার্থীর কাছে ১৪ তারিখে পরীক্ষার অ্যাডমিট কার্ড ছিল। ভুল করে এই মহিলা ১৪ তারিখের অ্যাডমিট কার্ড নিয়ে কান্দি রাজ কলেজের সেন্টার ভেবে সঠিক সময়ে পৌঁছে যান।
advertisement
advertisement
সেটা খতিয়ে দেখেন তারপর দেখেন ১৪ তারিখের অ্যাডমিট কার্ড নিয়ে তিনি এসেছেন। ১৪ তারিখ তাঁর পরীক্ষা আছে কান্দি রাজ কলেজে। কিন্তু আজকে তাঁর পরীক্ষা রয়েছে গোকর্ণ পি এম হাইস্কুলে। আর আজকের পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছেন এমন অবস্থায় অনলাইন থেকে অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করার পাশাপাশি নিজের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ওই মহিলাকে।
advertisement
advertisement
ববহরমপুরে ২৩টি, ডোমকলে আটটি, কান্দি মহকুমাতে ৬টি, জঙ্গিপুরে ১২টি, লালগোলায় ৯টি স্কুল ও কলেজকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছা হয়। সেখানে কমিশন নির্দিষ্ট নিয়মকানুন নিয়ে এদিন আলোচনা হয়। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন মোতায়েন ছিল। ১৪৪ ধারা জারি ছিল পরীক্ষা কেন্দ্রের একশো মিটার দূরত্বে।