Tarapith Temple: তারাপীঠে ভিড় বাড়বে আরও, সুজিত বসু পৌঁছেই দিলেন বড় আশ্বাস! কী তৈরি হচ্ছে জানেন?

Last Updated:

Tarapith Temple: তারাপীঠ মন্দিরে পুজো দিতে সোমবার ট্রেনে চড়ে রামপুরহাট রেল স্টেশন পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সেখানেই দিলেন বড় খবর।

তারাপীঠ
তারাপীঠ
রামপুরহাট: তারাপীঠ মন্দির-সহ বীরভূমে পাঁচটি দমকল কেন্দ্র গড়ে তুলবে রাজ্য সরকারের অগ্নি নির্বাপন দফতর। সোমবার তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে জানালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তবে এদিন রাজ্যের ২২টি জায়গায় একসঙ্গে বালি পাচার কাণ্ডে ইডির হানার ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি তিনি।
তারাপীঠ মন্দিরে পুজো দিতে সোমবার ট্রেনে চড়ে রামপুরহাট রেল স্টেশন পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। রেল স্টেশনেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজিত বসু বলেন, বীরভূমের নলহাটি মুরারই, লাভপুর, তারাপীঠ-সহ মোট পাঁচটি জায়গায় নতুন করে দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে নলহাটি, লাভপুর ও তারাপীঠ এই তিনটি জায়গায় দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য প্রকল্পের এস্টিমেট রাজ্যে পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: দেখি অ্যাডমিটটা’, গর্ভবতী SSC পরীক্ষার্থীর চিন্তা দূর করতে পুলিশ যা করল, জানলে গর্ব হবে!
সেখান থেকে অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু করা হবে। তারাপীঠকে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলেও এখানে কোনও দমকল কেন্দ্র ছিল না। তবে অস্থায়ী ভাবে তারাপীঠ মন্দির এলাকায় রামপুরহাট দমকল বাহিনীর একটি ইঞ্জিন ও কয়েকজন কর্মীকে মোতায়েন করা হয়েছে। দমকল মন্ত্রী রামপুরহাট আসতেই তার কাছে তারাপীঠের জন্য একটি অত্যাধুনিক ল্যাডারের বরাদ্দ চেয়ে একটি দাবিপত্র জমা দিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্যানসারের প্রতিষেধক তৈরি করে ফেলল রাশিয়া? ক্লিনিকাল ট্রায়ালে ১০০% সফল ‘এন্টেরোমিক্স’ টিকা! মারণরোগ থেকে এবার মুক্তি?
তাঁর দাবি, তারাপীঠে অনেক বহুতল হোটেল ও ভবন রয়েছে। সেখানে একটি অত্যাধুনিক প্রযুক্তির ল্যাডারের প্রয়োজন। তিনি দমকল মন্ত্রীর কাছে সেই ল্যাডারের দাবি জানিয়েছেন। তাতে দমকল মন্ত্রী ল্যাডার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
অক্ষয় ধীবর
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: তারাপীঠে ভিড় বাড়বে আরও, সুজিত বসু পৌঁছেই দিলেন বড় আশ্বাস! কী তৈরি হচ্ছে জানেন?
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement