HS Exam 2025: বিষধরের ছোবলে..., উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই এ কী হল কিশোরের, সাহস জানলে চমকে যাবেন

Last Updated:

HS Exam 2025: হরিপুর হাই স্কুলের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে রবিবার রাতে সাপে কামড়ায়। আহত কিশোরের নাম রহিবুল শেখ। গতকাল রাতেই পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।

পরীক্ষা দিয়ে বেরোচ্ছে যুবক
পরীক্ষা দিয়ে বেরোচ্ছে যুবক
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: হরিপুর হাই স্কুলের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে রবিবার রাতে সাপে কামড়ায়। আহত কিশোরের নাম রহিবুল শেখ। গতকাল রাতেই পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। নদিয়ার শান্তিপুর হরিণদী এলাকার বাসিন্দা রাহিবুল শেখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গতকাল রাতের বেলায় বাড়ির মধ্যেই একটি সাপ তাকে কামড়ায়। তবে কি সাপ কামড়েছে তা তাদের জানা ছিল না। এরপর তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয় রাহুলকে সেখানে চিকিৎসা হয় রাহিবুলের।
সকালে আজ একটু সুস্থ বোধ করলে পরিবারের লোক হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্কুল কর্তৃপক্ষকে জানায় সে পরীক্ষা দিতে চায় অর্থাৎ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। হাসপাতালের পক্ষ থেকে এবং হরিপুর হাই স্কুল এবং সুত্রাগড় এমএন হাই স্কুল এর তৎপরতায় হরিপুর হাই স্কুলের সিট পড়া পরীক্ষা কেন্দ্র এমএন উচ্চ বিদ্যালয় এই শেষ মুহূর্তে উপস্থিত হয় রাহিবুল।
advertisement
আরও পড়ুন-শুক্রাণু বাড়বে লাফিয়ে…! পুরুষরা চিবিয়ে খান মাত্র ১০ দিন, টগবগিয়ে ফুটবে যৌবন, ঝিমিয়ে পড়া পুরুষত্ব হবে চাঙ্গা!
এরপর প্রশাসনিক তৎপরতায় এবং দুই স্কুলের তৎপরতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের সেমিস্টারের বাংলা পরীক্ষা ঠিকঠাক ভাবেই দিতে পারল রাহিবুল।
advertisement
আরও পড়ুন-‘তোলপাড়’ হবে বিশ্বব্রহ্মাণ্ড…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে শনির অভিশাপে ৪ রাশির জীবন ‘নরক’, বিপদের খাঁড়া ঝুলছে এঁদের কপালে, জানুন আপনার ভাগ্যে কী?
এই বিষয়ে তার বাবা জালাল শেখ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অতি তৎপরতার সঙ্গে তার ছেলেকে খুব ভালভাবে চিকিৎসা করেছে তার ফলেই অতি দ্রুত কিছুটা সুস্থ হয়েছে তবে যেহেতু পরীক্ষা তাই হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্কুল কর্তৃপক্ষকে জানালে প্রথমে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করার ব্যবস্থা করা হয়। কিন্তু পরবর্তীতে ছেলে সুস্থ বোধ করায় তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে নিয়ে এসে তার পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয় এবং সব ঠিকঠাক ভাবে দেখে সে পরীক্ষা দিতে পেরেছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2025: বিষধরের ছোবলে..., উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই এ কী হল কিশোরের, সাহস জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement