যুজবেন্দ্র চাহালের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে
পুরো নাম: যুজবেন্দ্র চাহাল
জন্ম: ২৩ জুলাই, ১৯৯০
উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি
জাতীয়তা: ভারতীয়
ক্রীড়াবিদ: বোলার, রাইট আর্ম লেগ ব্রেক গুগলি
পরিবার
পিতা: কে কে চাহাল
শৈশব
যুজবেন্দ্র চাহাল হলেন একজন ক্রিকেটার এবং প্রাক্তন দাবা খেলোয়াড় যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে খেলেন। তাঁকে ভারতের সেরা লেগ ব্রেক বোলার বলা হয়। চাহাল এখনও পর্যন্ত শুধুমাত্র সীমিত ওভার অর্থাৎ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং টি-২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচই খেলেছেন। চাহাল ভারতের হয়ে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতাতেও যোগ দিয়েছেন। চাহালের উত্থানের পিছনে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আন্তর্জাতিক ক্রীড়া জীবনের সূচনা
২০১৬ সালের ১১ জুন হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় যুজবেন্দ্র চাহালের। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। এই ম্যাচে ভারত ৮ ইউকেটে জয়লাভ করে। ৩টি ইউকেট নেওয়ার পর চাহালকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার দেওয়া হয়। এটাই ছিল তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। এরপর ভারতের হয়ে একাধিক বার এই শিরোপা পান চাহাল। ২০১৯ সালের ১৮ জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ৪২ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে তাঁর ক্রীড়া জীবনে দ্বিতীয়বার একই ম্যাচে ৫টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।
২০১৬ সালের ১৮ জুন তারিখে জিম্বাবোয়ের বিরুদ্ধেই তাঁর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৫ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একই ম্যাচে ৫টি উইকেট নেন। তিনিই প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়েন। ২০১৭ সালে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে বিশ্বের সমস্ত দেশগুলির সঙ্গে খেলে মোট ২৩ টি উইকেট নেন।
আইপিএল
চাহাল ২০০৮ সালে ‘মুম্বাই ইন্ডিয়ানস’-এর সঙ্গে তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেন। তিনটি সিজনে ‘মুম্বাই ইন্ডিয়ানস’-এর হয়ে শুধুমাত্র একটি আইপিএল খেলার সুযোগ পান তিনি। শুধু তাই নয় তাঁকে বেশিরভাগ সময়েই বেঞ্চে বসে থাকতে দেখা যায়। ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ানসের প্রায় সবগুলি ম্যাচেই খেলার সুযোগ পান চাহাল। ২০১৪ সালের আইপিএল নিলামে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ ১০ লক্ষ টাকা দিয়ে চাহালকে দলে নেয়। এখান থেকেই শুরু হয় তাঁর উত্থান। আরসিবি-এর হয়ে প্রায় প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স করতে শুরু করেন তিনি। ধীরে ধীরে আরসিবি দলে নিজের জায়গা পাকা করে ফেলেন তিনি। পাশাপাশি আইপিএল-এর পারফর্ম্যান্সের মাধ্যমেই ভারতীয় জাতীয় দলের নির্বাচকদের নজরও নিজের দিকে ঘুরিয়ে নেন।
দাবা ক্যারিয়ার
ক্রিকেটই চাহালের একমাত্র প্রতিভা নয়। ক্রিকেটে নিজেকে প্রমাণ করার আগেই তিনি দাবা খেলতেন। চাহাল বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। দুর্ভাগ্য বশত একজন স্পনসর খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে এই খেলা ছেড়ে দিতে হয়। তবে আজও চাহালের নাম বিশ্ব দাবা ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত রয়েছে।
রেকর্ড
২০১৬ সালে সবচেয়ে বেশি টি-২০ উইকেট সংগ্রাহক – মোট ২৩টি
আইসিসি মেনস টি-২০ পারফরম্যান্স অফ দ্য ইয়ার (ভারত) (৬/২৫ বনাম ইংল্যান্ড)