MI vs PBKS: প্রীতির দলকে ফাইনালে তুলতে কামব্যাক করছে 'পঞ্জাব দ্য শের'! আতঙ্ক বাড়ছে মুম্বই শিবিরে?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Playoffs MI vs PBKS: কোয়ালিফায়ার ওয়ান ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে ঘুড়ে দাঁড়ানোই প্রধান চ্যালেঞ্জ শ্রেয়স আইয়ারের দলের। তবে পঞ্জাব কিংসের জন্য একটি বড় স্বস্তির খবর।
আইপিএল ২০২৫-এর দ্বিতীয় ফাইনালিস্ট ১ জুন রাতে নির্ধারিত হবে। আগামী ৩ জুন শিরোপার লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কোন দল? তা ঠিক হবে রবিবাসরীয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কোয়ালিফায়ার-২ ম্যাচে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস।
মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে কোয়ালিফায়ার-২-এ জায়গা করে নিয়েছে। অন্যদিকে, কোয়ালিফায়ার-১-এ আরসিবির কাছে হেরে যাওয়ার পর ফাইনালে উঠার দ্বিতীয় সুযোগ পেয়েছে পঞ্জাব কিংস।
কোয়ালিফায়ার ওয়ান ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে ঘুড়ে দাঁড়ানোই প্রধান চ্যালেঞ্জ শ্রেয়স আইয়ারের দলের। তবে পঞ্জাব কিংসের জন্য একটি বড় স্বস্তির খবর হলো আজকের ‘ডু অর ডাই’ ম্যাচে কামব্যাক করতে পারেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনের সময় চাহালকে বল করতে দেখা গেছে।
advertisement
advertisement
চাহল শেষবার মাঠে নেমেছিলেন ১৮ মে। এরপর থেকে ডান হাতের কব্জির চোটের কারণে তিনি খেলার বাইরে ছিলেন। অনুশীলনে চাহালের কব্জিতে ব্যান্ড ছিল। তাকে ফুটবল খেলতে, ক্যাচ নিতে, থ্রো করতে ও খালি জালে কয়েক ওভার বল করতে দেখা গেছে। পঞ্জাব কিংসের অন্যান্য বোলাররাও খালি নেটে অনুশীলন করেছেন। তারা মূলত ইয়র্কার বল করার দিকেই মনোযোগ দেন। যদিও অনুশীলন চলাকালীন তিনবার হালকা বৃষ্টি হয়েছে। তবুও পঞ্জাবের অনুশীলন বন্ধ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ MI vs PBKS: প্লেঅফে মুম্বইয়ের এই ৫ শক্তির সামনে অসহায় পঞ্জাব! স্বপ্নভঙ্গ হতে পারে প্রীতি-শ্রেয়সের
বৃষ্টির কারণে ব্যাহত হয় মুম্বইয়ের অনুশীলন। মুম্বই যখন অনুশীলনে নামে, তখন বৃষ্টির কারণে পুরো মাঠ ঢেকে ফেলা হয়। কোচ মাহেলা জয়াবর্ধনে ও ব্যাটিং কোচ কাইরন পোলার্ড পিচ পরিদর্শন করতে চাইলেও, তাঁরা সেটা পারেননি। মুম্বইয়ের জন্য বড় চিন্তার বিষয় হচ্ছে দীপক চাহারের ফিটনেস। অনুশীলনের সময় তার বাঁ হাঁটুর নিচে ও ওপরে প্যাডিং ছিল। তিনি কিছুক্ষণ হালকা জগিং করেন এবং পরে কিছুটা দ্রুত দৌড়ান। তবে মেগা ম্যাচ ঘিরে পারদ চড়ছে সে কথা বলাই যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2025 2:36 PM IST