MI vs PBKS: প্লেঅফে মুম্বইয়ের এই ৫ শক্তির সামনে অসহায় পঞ্জাব! স্বপ্নভঙ্গ হতে পারে প্রীতি-শ্রেয়সের

Last Updated:

IPL 2025 Playoffs MI vs PBKS: আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার-২ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। রবিবার মুখোমুখি হতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চলতি মরশুমে লিগ তালিকায় শীর্ষে থাকা পাঞ্জাব কিংস।

(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর কোয়ালিফায়ার-২ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। রবিবার মুখোমুখি হতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চলতি মরশুমে লিগ তালিকায় শীর্ষে থাকা পাঞ্জাব কিংস। দুই দলের লড়াইয়ে এখন প্রশ্ন একটাই—ফাইনালে কার টিকিট নিশ্চিত?
মরশুমের শুরুতে চাপে থাকলেও, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম পাঁচ ম্যাচে চারটি হারের পর সমালোচনার মুখে পড়ে তারা। কিন্তু গত ১০ ম্যাচে ৮টি জয় তুলে নিয়ে নিজেদের প্লে-অফে জায়গা করে নেয়। অন্যদিকে, পাঞ্জাব কিংস মাঝ মরশুমে টানা ৬ ম্যাচ জিতে নজর কাড়লেও, শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে কিছুটা ছন্দ হারিয়েছে।
advertisement
প্লে-অফে অভিজ্ঞতায় মুম্বাই অনেকটাই এগিয়ে। ১০ বার প্লে-অফে খেলে ৬ বার ফাইনালে পৌঁছেছে তারা। দলে রয়েছে আইসিসি ট্রফি জয়ী তারকা ক্রিকেটার—রোহিত শর্মা, হার্দিক পান্ড্য, বুমরাহ, সূর্যকুমার যাদব, বেয়ারস্টো এবং ট্রেন্ট বোল্ট। সূর্যকুমার দুরন্ত ফর্মে রয়েছেন, আর বোলিংয়ে বুমরাহ হয়ে উঠেছেন ‘গেম-চেঞ্জার’। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অভিজ্ঞতা ও ফর্মের বিচারে মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে ওঠার প্রধান দাবিদার। কোব কোন কারে এগিয়ে মুম্বই।
advertisement
advertisement
১. প্লে-অফে শক্তিশালী রেকর্ড: মুম্বই ইন্ডিয়ান্স সবসময় বড় ম্যাচে বড় তারকাদের উপর ভরসা করেছে। নকআউট পর্যায়ে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এখানেই মুম্বই এগিয়ে। তারা আইপিএলের ইতিহাসে ১০ বার প্লে-অফে উঠেছে এবং ৬ বার ফাইনালে জায়গা করে নিয়েছে। বড় মঞ্চে চাপ সামলানোর দিক থেকে তাদের অভিজ্ঞতা দুর্দান্ত।
২. তারকা খেলোয়াড়দের সমাহার: মুম্বই দলে রয়েছেন এমন কিছু ক্রিকেটার যারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করেছে। গুজরাত টাইটান্সের বিপক্ষে জয়ী দলে যেমন ছিলেন ছয়জন আইসিসি ট্রফি জয়ী: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, জনি বেয়ারস্টো এবং ট্রেন্ট বোল্ট। এদের একসঙ্গে দেখলেই প্রতিপক্ষ চাপে পড়ে যায়।
advertisement
৩. অভিজ্ঞতা ও তরুণদের উৎসাহের ভারসাম্য: রোহিত শর্মার অভিজ্ঞতা আর নমন ধীরের মতো তরুণ ব্যাটসম্যানের আত্মবিশ্বাস — মুম্বই দলে রয়েছে বয়স ও প্রতিভার দুর্দান্ত মিশেল। বোলিংয়েও যেমন বুমরাহ-বোল্টের অভিজ্ঞতা, তেমনি রয়েছে তরুণ অশ্বিনী কুমারের উদ্যম। অপরদিকে, পঞ্জাব দলে পাঁচজন আনক্যাপড ক্রিকেটার রয়েছে, যারা বড় ম্যাচে চাপে ভেঙে পড়তে পারে।
৪. ব্যাটিংয়ে সূর্য, বোলিংয়ে বুমরাহ: রোহিত শর্মাকে পেছনে ফেলে এখন সূর্যকুমার যাদবই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তিনি চলতি আইপিএলের প্রতিটি ম্যাচেই ২৫-এর বেশি রান করেছেন। এটা বোঝায়, মুম্বইয়ের ব্যাটিং গভীরতা কতটা। অন্যদিকে, দলের বোলিং আক্রমণের মেরুদণ্ড জসপ্রীত বুমরাহ। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার।
advertisement
৫. হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব: শুধু অধিনায়ক নন, হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম চালিকাশক্তি। ব্যাটে-বলে সমানভাবে কার্যকর, হার্দিক নতুন ও পুরনো বল দুটিতেই উইকেট নিতে সক্ষম। গুজরাট টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতাও তার ঝুলিতে আছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs PBKS: প্লেঅফে মুম্বইয়ের এই ৫ শক্তির সামনে অসহায় পঞ্জাব! স্বপ্নভঙ্গ হতে পারে প্রীতি-শ্রেয়সের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement