Yuzvendra Chahal : বাড়ির অশান্তি শেষ করেছে কেরিয়ার! এক সময়ের তারকা চাহালের শরীরে এখন একসঙ্গে দু'টো ভাইরাসের হানা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yuzvendra Chahal : এক সময় চাহাল ছিলেন টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের গর্ব। তিনি মাঠে নামলেই বড় বড় ব্যাটসম্যানরাও তাঁর স্পিনের জবাব খুঁজে পেতেন না।
নয়াদিল্লি : সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করা হয়েছে। এই দলে শুভমন গিলকে অন্তর্ভুক্ত করা হয়নি। গিল স্কোয়াড ঘোষণার ঠিক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলের সহ-অধিনায়ক ছিলেন। গিলের দলে না থাকা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে কিছু খেলোয়াড় এমনও আছেন যাঁরা আগের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন, কিন্তু তাদের নিয়ে প্রায় কোনও কথাই হচ্ছে না। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ায় তাঁদের প্রত্যাবর্তনের আশা প্রায় শেষ হয়ে গেছে।
এমনই একজন হলেন যুজবেন্দ্র চাহাল। এক সময় চাহাল ছিলেন টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের গর্ব। তিনি মাঠে নামলেই বড় বড় ব্যাটসম্যানরাও তাঁর স্পিনের জবাব খুঁজে পেতেন না। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চাহাল টিম ইন্ডিয়ার জয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি দল থেকে হারিয়ে যান। তাঁর জায়গায় দলে এসে যান কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিন বিকল্পরা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—শেষ পর্যন্ত কীভাবে চাহাল নির্বাচকদের নজর থেকে ছিটকে গেলেন?
advertisement
এসবের মাঝে খবর, একই সঙ্গে ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় ভুগছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। অসুস্থতার কথা জানিয়েছেন নিজেই। বিশ্রামে রয়েছেন তিনি। ডেঙ্গি ও চিকুনগুনিয়া, দুটিই মশাবাহিত রোগ। দু’টিই হয় ভাইরাসের সংক্রমণে।
advertisement
advertisement
৩৫ বছর বয়সী যুজবেন্দ্র চাহাল শেষবার টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অগাস্ট মাসে। এর পর তাঁকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হলেও তিনি প্লেয়িং ইলেভেনে খেলার সুযোগ পাননি। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর শেষ ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেবার তিনি ৪ ওভারে ৫১ রান দিয়ে কোনো উইকেট পাননি।
advertisement
আরও পড়ুন- এক হাজার কোটি টাকার সম্পত্তি! একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দেয় বিরাট কোহলির জীবন
অন্যদিকে, তাঁর শেষ ওয়ানডে ম্যাচ ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে চাহাল ৭.২ ওভারে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। এর পর থেকে টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার আর খেলার সুযোগ পাননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 4:09 PM IST







