Yuzvendra Chahal : ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’, চাহালের টি-শার্টে লেখার পাল্টা দিলেন ধনশ্রী! আবার ঝামেলা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yuzvendra Chahal-Dhanasree Verma- প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালের বহুল আলোচিত পডকাস্টে ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খোলার পর ধনশ্রী বর্মাও অবশেষে পরোক্ষভাবে নীরবতা ভাঙলেন।
মুম্বই : প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালের বহুল আলোচিত পডকাস্টে ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খোলার পর ধনশ্রী বর্মাও অবশেষে পরোক্ষভাবে নীরবতা ভাঙলেন।
তিনি ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক দুবাই সফরের কিছু ফটো শেয়ার করেন। স্ট্রিট ফুড উপভোগ করা থেকে শুরু করে গোল্ডেন আওয়ারে হাঁটা এবং হিন্দু মন্দির পরিদর্শন, পোস্ট একদিকে শান্তি, অন্যদিকে নস্টালজিয়ায় ভরপুর ছিল।
ধনশ্রী ক্যাপশনে লেখেন, “অনেক দিন পর আবার দুবাইতে ফিরলাম…। এখানে বড় হওয়া আমাকে অনেক গভীর স্মৃতি উপহার দিয়েছে। এখন শহরটাকে এতটা বদলাতে দেখা—অসাধারণ আর আবেগঘন মুহূর্ত। এই সফরের অন্যতম হাইলাইট ছিল সুন্দর হিন্দু মন্দির পরিদর্শন।
এই শহর অন্য সংস্কৃতি আর সম্প্রদায়কে আপন করে নিয়েছে।”
এই শহর অন্য সংস্কৃতি আর সম্প্রদায়কে আপন করে নিয়েছে।”
advertisement
advertisement
সেই পোস্ট অনেকের মতে ধনশ্রী বর্মার পক্ষ থেকে এক পরোক্ষ প্রতিক্রিয়া, যা শান্তি, আত্মপলব্ধি ও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের ইঙ্গিত দেয়। তা হলে কি ধনশ্রী বার্তা দিতে চাইলেন যে তিনি এখন স্বনির্ভর! যুজবেন্দ্র চাহাল কিছুদিন আগে রাজ শামানির পডকাস্টে তাঁদের ডিভোর্স নিয়ে মুখ খোলেন। আলোচনার কেন্দ্রে থাকা একটি টি-শার্ট নিয়েও কথা বলেন।
advertisement
আরও পড়ুন- টেস্ট ক্রিকেট কি ভবিষ্যতে উঠে যাবে? দাদার ‘জবাব’, ভারতীয় দল নিয়ে সৌরভের বিরাট দাবি
ডিভোর্সের চূড়ান্ত শুনানির দিন চাহাল একটি টি-শার্ট পরে ছিলেন, যাতে লেখা ছিল: “Be Your Own Sugar Daddy”। সেই টি-শার্ট-এর ছবি ভাইরাল হয়ে যায়।অনেকে তা ধনশ্রীকে উদ্দেশ্য করে বলা বলেই ধরে নেন।
পডকাস্টে এই টি-শার্ট নিয়ে চাহাল বলেন, “আমার কোনও নাটক করার ইচ্ছে ছিল না, আমি শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম এবং সেটা আমি দিয়েও ফেলেছি।” চাহাল স্পষ্ট করেন যে তাঁর উদ্দেশ্য বিতর্ক তৈরি করা ছিল না, সেখানে তিনি এটাও ইঙ্গিত দেন, তাঁকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা হয়েছিল ধনশ্রীর দিক থেকে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে।
advertisement
তিনি বলেন, “অন্য দিক থেকে কিছু একটা ঘটেছিল, তাই আমিও প্রতিক্রিয়া দিই। এখন সামলাও, এখন আর কারও পরোয়া নেই আমার। আমি কাউকে গালি দিইনি, শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম।”
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 11:53 PM IST