Dhanashree Verma : ৪ কোটি ৭৫ লাখ টাকা খোরপোশ! লোকে বলত 'ভুয়ো বিয়ে'! সব উড়িয়ে আবার বিয়ের পিঁড়িতে ধনশ্রী!

Last Updated:
Dhanashree Verma- একটা সময় রটে গিয়েছিল, ধনশ্রী বিবাহবিচ্ছেদের পর খোরপোশ হিসেবে যুজবেন্দ্র চাহালের থেকে ৬০ কোটি টাকা দাবি করেছিলেন। তবে ধনশ্রীর পরিবার জানায়, পুরো ব্যাপারটাই মিথ্যে রটনা। খোরপোশ যে তিনি দাবি করেছিলেন তা মিথ্যে নয়।
1/6
লোকে বলেছিল, ভুয়ো বিয়ে। কেউ তাঁকে বলেছিল, গোল্ড ডিগার। ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে তিনি বিয়ে করেছিলেন টাকার লোভে! একের পর এক বদনাম কার্যত চুপ করেই হজম করেছিলেন তিনি। অবশেষে সেই বিয়ে নিয়ে মুখ খুললেন ধনশ্রী বর্মা।
লোকে বলেছিল, ভুয়ো বিয়ে। কেউ তাঁকে বলেছিল, গোল্ড ডিগার। ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে তিনি বিয়ে করেছিলেন টাকার লোভে! একের পর এক বদনাম কার্যত চুপ করেই হজম করেছিলেন তিনি। অবশেষে সেই বিয়ে নিয়ে মুখ খুললেন ধনশ্রী বর্মা।
advertisement
2/6
মাস খানেক আগে একটি পডকাস্টে চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেন যুজবেন্দ্র চাহাল। দেড় বছর আলাদা ছিলেন তাঁরা। তার পর চলতি বছরের ২০ মার্চ ডিভোর্স হয় চাহাল এবং ধনশ্রীর। রিপোর্ট অনুযায়ী, খোরপোশের জন্য ৪.৭৫ কোটি দিতে হয়েছে চাহালকে। চাহালের প্রাক্তন স্ত্রী এতদিন বাদে সেসব নিয়ে মুখ খুললেন।
মাস খানেক আগে একটি পডকাস্টে চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেন যুজবেন্দ্র চাহাল। দেড় বছর আলাদা ছিলেন তাঁরা। তার পর চলতি বছরের ২০ মার্চ ডিভোর্স হয় চাহাল এবং ধনশ্রীর। রিপোর্ট অনুযায়ী, খোরপোশের জন্য ৪.৭৫ কোটি দিতে হয়েছে চাহালকে। চাহালের প্রাক্তন স্ত্রী এতদিন বাদে সেসব নিয়ে মুখ খুললেন।
advertisement
3/6
ধনশ্রী বলেছেন, 'ব্যক্তিগত জীবন আমরা কেন প্রকাশ্যে আনতে চাই না তার একটা কারণ রয়েছে। ব্যাপারটা একটা কয়েনের মতো। দুটো দিক আছে। যেমন এক হাতে তালি বাজে না। কোনও ব্যাপার কিছু বলছি না না, তার মানে এই নয় যে কেউ যা খুশি বলবে। কেউ অ্যাডভান্টেজ নিতে পারে না। কাল সকালে উঠে পডকাস্টে এসে যে কেউ যা খুশি বলে দেবে। আমি ভূতে ভয় পাই না। অন্ধকারে ভয় পাই না। এখন ভয় শুধু পডকাস্টে পাই।'
ধনশ্রী বলেছেন, 'ব্যক্তিগত জীবন আমরা কেন প্রকাশ্যে আনতে চাই না তার একটা কারণ রয়েছে। ব্যাপারটা একটা কয়েনের মতো। দুটো দিক আছে। যেমন এক হাতে তালি বাজে না। কোনও ব্যাপার কিছু বলছি না, তার মানে এই নয় যে কেউ যা খুশি বলবে। কেউ অ্যাডভান্টেজ নিতে পারে না। কাল সকালে উঠে পডকাস্টে এসে যে কেউ যা খুশি বলে দেবে। আমি ভূতে ভয় পাই না। অন্ধকারে ভয় পাই না। এখন ভয় শুধু পডকাস্টে পাই।'
advertisement
4/6
ধনশ্রী আরও বলেছেন, অনেক কিছুর পর লোকে আপনারই দোষ দেখবে। টিশার্ট নিয়ে এই কেরামতি দেখানোর আগেই আমি বুঝে গিয়েছিলাম, সবাই আমাকে দোষী বানানোর জন্য উঠেপড়ে লেগেছে। আরে ভাই, একটা হোয়াটস্‌অ্যাপ করে দিলেই তো হত। টিশার্ট পরে দেখানোর কী দরকার ছিল? আমারও কিছু বলার আছে। আমার দিকের গল্পটা। হয়তো ভবিষ্যতে বলব।
ধনশ্রী আরও বলেছেন, অনেক কিছুর পর লোকে আপনারই দোষ দেখবে। টিশার্ট নিয়ে এই কেরামতি দেখানোর আগেই আমি বুঝে গিয়েছিলাম, সবাই আমাকে দোষী বানানোর জন্য উঠেপড়ে লেগেছে। আরে ভাই, একটা হোয়াটস্‌অ্যাপ করে দিলেই তো হত। টিশার্ট পরে দেখানোর কী দরকার ছিল? আমারও কিছু বলার আছে। আমার দিকের গল্পটা। হয়তো ভবিষ্যতে বলব।
advertisement
5/6
চাহালের সঙ্গে বিয়ে পর্ব কাটিয়ে আবার বিয়ের পিঁড়িচে বসার স্বপ্ন দেখছেন ধনশ্রী। আর সেই ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন। ধনশ্রী বলেছেন, আমার বাড়ির লোক চায় আমি কাউকে খুঁজে নেই। আমার বন্ধুরা চায় আমি যাতে ভালবাসার মানুষ খুঁজে পাই। আমরা সবাই ভালবাসা চাই। এতে অন্যায়ের কিছু নেই। আর জীবনে এগিয়ে যেতে গেলে একটা ব্যাপারের দিকে বারবার ফিরে তাকানোর কোনও মানে নেই।
চাহালের সঙ্গে বিয়ে পর্ব কাটিয়ে আবার বিয়ের পিঁড়িচে বসার স্বপ্ন দেখছেন ধনশ্রী। আর সেই ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন। ধনশ্রী বলেছেন, আমার বাড়ির লোক চায় আমি কাউকে খুঁজে নেই। আমার বন্ধুরা চায় আমি যাতে ভালবাসার মানুষ খুঁজে পাই। আমরা সবাই ভালবাসা চাই। এতে অন্যায়ের কিছু নেই। আর জীবনে এগিয়ে যেতে গেলে একটা ব্যাপারের দিকে বারবার ফিরে তাকানোর কোনও মানে নেই।
advertisement
6/6
একটা সময় রটে গিয়েছিল, ধনশ্রী বিবাহবিচ্ছেদের পর খোরপোশ হিসেবে যুজবেন্দ্র চাহালের থেকে ৬০ কোটি টাকা দাবি করেছিলেন। তবে ধনশ্রীর পরিবার জানায়, পুরো ব্যাপারটাই মিথ্যে রটনা। খোরপোশ যে তিনি দাবি করেছিলেন তা মিথ্যে নয়। আর খোরপোশের ব্যাপার নিয়ে এদিন কোনও কথা অবশ্য ধনশ্রী বলেননি।
একটা সময় রটে গিয়েছিল, ধনশ্রী বিবাহবিচ্ছেদের পর খোরপোশ হিসেবে যুজবেন্দ্র চাহালের থেকে ৬০ কোটি টাকা দাবি করেছিলেন। তবে ধনশ্রীর পরিবার জানায়, পুরো ব্যাপারটাই মিথ্যে রটনা। খোরপোশ যে তিনি দাবি করেছিলেন তা মিথ্যে নয়। আর খোরপোশের ব্যাপার নিয়ে এদিন কোনও কথা অবশ্য ধনশ্রী বলেননি।
advertisement
advertisement
advertisement