Yuzvendra Chahal Hat Trick: চাহালের হ্যাটট্রিকে ঢাকা পড়ল স্যাম কারণের লড়াই! পঞ্জাবকে ১৯১ টার্গেট দিল চেন্নাই

Last Updated:

Yuzvendra Chahal Hat Trick: কার্যত একার হাতে দলে টেনে ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেন স্যাম কুরান। আর ম্যাচের শেষটা থাকল যজবেন্দ্র চাহলের নামে। এক ওভারে ৪ উইকেট নিয়ে সিএসকের ২০০ রানের গন্ডি পেরোনো আটকে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন চাহল।

News18
News18
সিএসকে বনাম পঞ্জাব কিংস ম্যাচের প্রথমার্ধে ব্যাটে-বলের টানটান লড়াই দেখল ক্রিকেট প্রেমিরা। প্রাথমিক ধাক্কা সামলে স্যান কুরানের ব্যাটে ঘুড়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস। কার্যত একার হাতে দলে টেনে ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেন স্যাম কুরান। আর ম্যাচের শেষটা থাকল যজবেন্দ্র চাহলের নামে। এক ওভারে ৪ উইকেট নিয়ে সিএসকের ২০০ রানের গন্ডি পেরোনো আটকে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন চাহল। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় সিএসকে।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাব হয়মি সিএসকের। ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। শেইক রাশিদ ১১, আয়ূষ মাহতে ৭ ও রবীন্দ্র জাদেজা ১৭ রান করে আউট হন। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন স্যাম কুরান ও ডিওয়াল্ড ব্রেভিস। আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তরুণ তারকা। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। জুটিতে ৭৮ রান যোগ করেন তারা। ১২৬ রানে চতুর্থ উইকেট পড়ে সিএসকের। ৩২ করে আউট হন ব্রেভিস।
advertisement
অপরদিকে, স্যাম কুরান নিজের ইনিংস চালিয়ে যান। একের পর এক মারকাটারি শট খেলেন তিনি। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন। দলের ১৭২ রানের মাথায় আউট হন স্যাম কুরান। ৪৭ বলে ৮৮ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন এমএস ধোনি। একটি ছয়, একটি চার মেরে ৪ বলে ১১ করে আউট হন তিনি। শেষের দিকে চেন্নাই সুপার কিংসের ইনিংসে একা ধস নামিয়ে দেন যুজবেন্দ্র চাহল। এক ওভার ৪ উইকেট নেওয়ার পাশাপাশি নিজের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকও করেন তিনি। ১৮৪ রানে ৫ উইকেট থেকে ১৯০ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন চাহল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Yuzvendra Chahal Hat Trick: চাহালের হ্যাটট্রিকে ঢাকা পড়ল স্যাম কারণের লড়াই! পঞ্জাবকে ১৯১ টার্গেট দিল চেন্নাই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement