চাহালের বিচ্ছেদের মাঝে হার্দিক পান্ডিয়ার স্বীকারোক্তি, নাতাশার সঙ্গে সম্পর্ক নিয়ে রহস্যময় মন্তব্য ! 'যা আমি পছন্দ করি...'
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Hardik Pandya cryptic Comment: ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকা অ্যালিমনি দিচ্ছেন যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি আদালত থেকে চাহালের বেরিয়ে আসার ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে ধনশ্রী ও চাহালের বিচ্ছেদের মধ্যেই হার্দিক পান্ডিয়ার একটি বক্তব্য ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানান হার্দিক ও নাতাশা। একটি যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, “চার বছর একসঙ্গে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবরকম চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে এটাই সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল।’’ তবে দু’জনে সন্তানের দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছিলেন হার্দিক।
advertisement
আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিনি। সাংবাদিক সম্মেলনে ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই এবং বিচ্ছেদ নিয়েও মন্তব্য করেন হার্দিক। ই-টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়া নিয়ে বিতর্ক এবং তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তোলেন হার্দিক। তিনি বলেন, “আমার জীবন উত্থান-পতনে ভরা। এটা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবন এমনই হওয়া উচিত। সেখানে চ্যালেঞ্জ আসবে। সে সব সামলাতেও হবে।’’ নাতাশা সম্পর্কেই হার্দিক এই মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স এবারে আইপিএল চ্যাম্পিয়ন হবে? এই প্রশ্নের উত্তরে হার্দিক বলেন, “এটা একটা নতুন বছর। সব বদলে গিয়েছে। নতুন চ্যালেঞ্জ থাকবে। আবেগ থাকবে। আমি এগুলো উপভোগ করি। তবে এই চ্যালেঞ্জ শুধু আমার একার নয়, খেলোয়াড়দেরও। আমি তাদের পারফরম্যান্স ভাল করতে আমি সবরকম সাহায্য করব।’’ এদিকে গুঞ্জন চলছে, নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়া ব্রিটিশ-ভারতীয় গায়িকা জ্যাসমিন ওয়ালিয়াকে ডেট করছেন! তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।
advertisement
অন্য দিকে, টি শার্ট পরে আদালতে হাজির হয়েছিলেন যজুবেন্দ্র চাহাল। তাতে আবার লেখা ‘বি ইওর ওন সুগার ড্যাডি’। অনেকে মনে করছেন, ধনশ্রীর উদ্দেশ্যে সূক্ষ খোঁচা দিতে চেয়েই এই লেখা ডান হাতি স্পিনারের। ধনশ্রীও একটি নতুন গান প্রকাশ করেছেন, যা একইসঙ্গে আবেগঘন এবং দুঃখের। অনেকেই এটাকে চাহালের প্রতি তাঁর প্রতিক্রিয়া বলে মনে করছেন।