ডিভোর্স হয়েছে, ৫ কোটি টাকা নিয়েছে প্রাক্তন স্ত্রী! চাহালের নতুন প্রেমিকার জীবনও সুখের নয়!
- Published by:Suman Majumder
Last Updated:
একদিকে চাহালের ডিভোর্স। অন্যদিকে, আরজে মাহভাশের জীবনও কিন্তু সুখের ছিল না। সম্প্রতি এক পডকাস্টে এসে মাহভাশ বলেছেন, যাঁর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলে তাঁকে তিনবার ঠকিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
আরজে মাহভাশ তাঁর জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন, গুরুতর প্যানিক অ্যাটাক হত তাঁর। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। টেনশনে ইনজেকশন নিতে হয়েছে। সবটাই তাঁর বাগদত্তার কারণে ঘটে। সে প্রতারণা করে। বাবা-মাকে সেসব কথা বলতে পারেনি মাহভাশ। কারণ তিনি সেই ব্যক্তির সাথে বাগদানের জন্য তাদের সাথে লড়াই করেছিলেন।
advertisement
advertisement