শিখর ধাওয়ান: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!
পুরো নাম : শিখর ধাওয়ান
জন্ম : ৫ ডিসেম্বর ১৯৮৫
উচ্চতা : ৫ ফুট ১১ ইঞ্চি (১. ৮০ মিটার)
জাতীয়তা : ভারতীয়
ক্রীড়াবিদ : ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি অফ ব্রেক বোলার
পরিবার
পিতা: মহেন্দ্র পাল ধাওয়ান
মাতা: সুনয়না ধাওয়ান
স্ত্রী: আয়েষা মুখোপাধ্যায়
সন্তান: জোরার ধাওয়ান
১৯৯৯-২০০০ বিজয় মার্চেন্ট ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব-১৬-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন শিখর ধাওয়ান। ২০০০-২০০১ বিজয় মার্চেন্ট ট্রফিতে শীর্ষস্থানীয় রান-স্কোরার ছিলেন তিনি। একের পর এক দুর্দান্ত পারফরম্যামেন্সের জন্য খুব অল্প বয়সেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটের তারকা হয়ে ওঠেন ধাওয়ান। এরপর নর্থ জোন অনূর্ধ্ব-১৯, কোচবিহার ট্রফি সিকে নাইডু ট্রফি এবং দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেন তিনি। ২০০৪ সালে দিল্লির হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ধাওয়ানের। ২০০৫ সালে চ্যালেঞ্জার ট্রফি ইন্ডিয়া বি ২০০৫-০৬-এর হয়ে খেলেছিলেন ধাওয়ান। এছাড়াও ২০০৬ সালে ইউরো-এশিয়া ক্রিকেট সিরিজে তিনি ভারত এ-এর হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। প্রথম ম্যাচে ধাওয়ান ভালো খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় সিরিজেও তিনি পারফর্ম করতে পারেননি। এরপর ধাওয়ানের ফর্ম ফিরে আসে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১০০ তম ম্যাচ খেলেন তিনি এবং তাঁর নামের খাতায় ১৩টি সেঞ্চুরি রয়েছে।
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ খেলেন তিনি। এই ক্ষেত্রেও তিনি প্রথম ম্যাচে ১১ বলে ৫ করে আউট হয়ে যান কিন্তু পরে ফর্ম আসার পর অনেক রেকর্ড গড়েন।
২০১৩ সালে ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে তাঁর ডাক পড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজে তৃতীয় ম্যাচে তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। টেস্ট ডেবিউ মাত্র ৮৫ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন। এই ম্যাচে তিনি ১৮৭ রানে আউট হন। এরপর তাঁর আঘাত লাগার ফলে ম্যাচের দ্বিতীয় ইনিংস এবং সিরিজের বাকি ম্যাচগুলি তিনি খেলতে পারেন না।
২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে অভিষেক হয় শিখর ধাওয়ানের। আইপিএলের পরের দুই মরসুমে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন তিনি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক করা হয় ধাওয়ানকে। তবে বর্তমানে ধাওয়ান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন।
অভিষেককারীর দ্রুততম টেস্ট সেঞ্চুরি।
আইসিসি বিশ্বকাপ ২০১৫-এ সর্বাধিক রান করা ভারতীয় খেলোয়াড়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা ২টি সোনার ব্যাট পাওয়া একমাত্র খেলোয়াড়।
২০১৩ সালে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বাধিক সংখ্যক ওডিআই সেঞ্চুরি।
ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ১০০০, ২০০০, ৩০০০ ওডিআই রান।
২০১৩ এবং ২০১৭-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান।
আইসিসি ওয়ার্ল্ড ওডিআই ইলেভেন: ২০১৩।
২০১৩ সালের CEAT আন্তর্জাতিক প্লেয়ার।
২০১৮ সালের CEAT আন্তর্জাতিক ব্যাটসম্যান।
২০১৪ সালের উইজডেন ক্রিকেটার।
শিখর ধাওয়ান জন্মগ্রহণ করেন দিল্লিতে। তাঁর একটি বোন রয়েছে, যার নাম শ্রেষ্ঠা ধাওয়ান। শিখর ধাওয়ান আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১২ সালে। আয়েষা একজন পেশাদার বক্সার ছিলেন।