বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যোগ! ইডির ডাক পেলেন শিখর ধাওয়ান, বড় সমস্যায় 'গব্বর'!

Last Updated:

Shikhar Dhawan Summoned By ED: এবার অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার অভিযোগে ইডির ডাক পেলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ওপেনার শিখর ধাওয়ান। মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ধাওয়ানকে ডেকে পাঠিয়েছে ইডি।

News18
News18
দেশ জুড়ে অবৈধ বেটিং অ্যাপগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। বাতিল হয়েছে গিয়েছে Dream11-এর সঙ্গে ভারতীয় দলে স্পনসরশিপ। এবার অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার অভিযোগে ইডির ডাক পেলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ওপেনার শিখর ধাওয়ান। মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ধাওয়ানকে ডেকে পাঠিয়েছে ইডি।
অভিযোগ, শিখর ধাওয়ান ‘1xBET’ নামক একটি অবৈধ অনলাইন অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন কিছু বিজ্ঞাপনের মাধ্যমে। এই অ্যাপটি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত বলে জানা গিয়েছে। সরকার সেই অ্যাপটির বিরুদ্ধে তদন্তও করছে। ইডি জানতে চায়, এই অ্যাপের সঙ্গে তাঁর প্রকৃত সম্পর্ক কী ছিল এবং তাঁর কোনো আর্থিক লেনদেন এর সঙ্গে যুক্ত ছিল কি না।
advertisement
‘1xBET’ অ্যাপটি ভারতে আইনত নিষিদ্ধ হলেও, এর মাধ্যমে বিশ্বজুড়ে ক্রিকেট, ই-স্পোর্টসসহ বিভিন্ন খেলার উপর অনলাইন সাট্টা খেলা হয়। ভারত সরকার সম্প্রতি রিয়েল মানি অনলাইন গেমিং-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই অ্যাপের মাধ্যমে দেশের বহু সাধারণ মানুষ এবং বিনিয়োগকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
advertisement
ইডি ইতিমধ্যেই এই অ্যাপ সংক্রান্ত একাধিক মামলার তদন্ত করছে, যেগুলির মধ্যে কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার ডাক পেলেন ধাওয়ান। আর্থিক দুর্নীতি বিরোধী আইনের অধীনে ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর বয়ান নথিবদ্ধ করা হবে। কীভাবে , কত টাকায় ভারতীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি হয়েছিল তাও জানতে চাওয়া হবে ইডির তরফে।
advertisement
এই ঘটনা শুধুমাত্র একটি সেলিব্রিটির নাম জড়ানো নয়, বরং ভারতে বেড়ে চলা অনলাইন সাট্টা এবং আর্থিক অপরাধের পরিপ্রেক্ষিতে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন এবং তদন্ত সংস্থাগুলির সক্রিয় ভূমিকা এই ধরনের বেআইনি কার্যকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যোগ! ইডির ডাক পেলেন শিখর ধাওয়ান, বড় সমস্যায় 'গব্বর'!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement