Shikhar Dhawan : ৭০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, তার পর ইডির ডাক! দুঃসময়ে গব্বর গেলেন বিশেষ জায়গায়, বান্ধবীর সঙ্গে যে ছবি দিলেন...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shikhar Dhawan- ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ‘ভস্ম আরতি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভোরবেলা ধাওয়ান গেরুয়া পোশাক পরে মন্দিরে উপস্থিত হন।
নয়াদিল্লি: ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ‘ভস্ম আরতি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভোরবেলা ধাওয়ান গেরুয়া পোশাক পরে মন্দিরে উপস্থিত হন। অন্যান্য ভক্তদের সঙ্গে ভস্ম আরতির এই প্রতীকী ও আধ্যাত্মিক পূজা সম্পন্ন করেন।
মন্দিরের ভিতরে আয়োজন করা এই বিশেষ আরতিতে ধোঁয়া, ধূপ ও ছাইয়ের মিশেলে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ — শুদ্ধতা, ভক্তি ও আস্থা একত্রিত হয়ে এক অনন্য পরিবেশ তৈরি করে। এমন শান্ত ও ভক্তিময় পরিবেশ বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে অনলাইনে ছড়িয়ে পড়ে।
৭০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছিলেন গব্বর। তার পর ইডি তাঁকে ডেকে পাঠায়। কারণ হিসেবে জানা যায়, একটি অনলাইন গেমিং অ্যাপ-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
advertisement
advertisement
এদিন শিখর ধাওয়ান বলেন, “খুব ভাল লাগল, আমি ভীষণ উপভোগ করেছি। মহাকাল আরতি থেকে যে শক্তি আসে, তা আমাদের পুরোপুরি মুগ্ধ করে রাখে। এটি আমার মহাকালেশ্বর মন্দিরে দ্বিতীয়বার আসা। বাবা মহাকালের আশীর্বাদ সবসময়ই প্রয়োজন এবং আমি কামনা করি এই আশীর্বাদ সারা বিশ্বের সঙ্গেই থাকুক।”
এর পর বান্ধবী সোফির সঙ্গে দুটি ছবি শেয়ার করেন ধাওয়ান। সেই ছবিতে তাঁর বান্ধবীকেও দেখা যায় ট্র্যাডিশনাল পোশাকে। আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে চুটিয়ে সংসার করছেন ধাওয়ান।
advertisement
আরও পড়ুন- ভারত-পাকিস্তান মহিলা বিশ্বকাপের মঞ্চেও নৌ হ্যান্ডশেক বিতর্ক! নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
এর আগে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয়েছিল ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকেও দত্তক নিয়েছিলেন শিখর। অবশেষে ২০২৪ সালে শিখর-আয়েশার বিচ্ছেদ হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 9:59 PM IST