'সন্তান মায়ের একার অধিকার নয়', শিখর-আয়েশার মামলায় বড় নির্দেশ আদালতের

Last Updated:
Shikhar Dhwan-Ayesha Mukherjee: ছেলে জোরাবরকে নিয়ে শিখর-আয়েশার টানাটানি। আসরে নামল আদালত।
1/6
সন্তান শুধু মায়ের একার অধিকার নয়। শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের মামলায় পর্যবেক্ষণ আদালতের।
সন্তান শুধু মায়ের একার অধিকার নয়। শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের মামলায় পর্যবেক্ষণ আদালতের।
advertisement
2/6
শিখর ও আয়েশার মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এবার দিল্লির এক পারিবারিক আদালত নির্দেশ দিল, তাঁদের ছেলে জোরাবরকে বাবার পরিবারের সঙ্গে দেখা করতে দিতে হবে।
শিখর ও আয়েশার মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এবার দিল্লির এক পারিবারিক আদালত নির্দেশ দিল, তাঁদের ছেলে জোরাবরকে বাবার পরিবারের সঙ্গে দেখা করতে দিতে হবে।
advertisement
3/6
১৭ জুন ভারতীয় দলের ক্রিকেটার ধাওয়ানের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে জোরাবরকে আনতে চেয়েছিলেন শিখর। আয়েশা ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন।
১৭ জুন ভারতীয় দলের ক্রিকেটার ধাওয়ানের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে জোরাবরকে আনতে চেয়েছিলেন শিখর। আয়েশা ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন।
advertisement
4/6
আয়েশা জানান, ওই সময় জোরাবরের স্কুল ছুটি থাকবে না। এর পর ১লা জুলাই দেখা করানোর তারিখ জানানো হয়। আয়েশা সেদিনও ছেলেকে আসতে দেবেন না বলে জানান। আয়েশা ছেলেকে ভারতে আনতে রাজি নন।
আয়েশা জানান, ওই সময় জোরাবরের স্কুল ছুটি থাকবে না। এর পর ১লা জুলাই দেখা করানোর তারিখ জানানো হয়। আয়েশা সেদিনও ছেলেকে আসতে দেবেন না বলে জানান। আয়েশা ছেলেকে ভারতে আনতে রাজি নন।
advertisement
5/6
আয়েশা প্রশ্ন তোলেন, জোরাবরকে বড় করার পিছনে শিখরের ভূমিকা নেই। তা ছাড়া ভারতে এসে কিছুদিন বাবার সঙ্গে থাকলে ছেলে স্বচ্ছন্দ্য বোধ করবে না।
আয়েশা প্রশ্ন তোলেন, জোরাবরকে বড় করার পিছনে শিখরের ভূমিকা নেই। তা ছাড়া ভারতে এসে কিছুদিন বাবার সঙ্গে থাকলে ছেলে স্বচ্ছন্দ্য বোধ করবে না।
advertisement
6/6
শিখর কিছুদিনের জন্য ছেলেকে নিজের কাছে এনে রাখতে চান। তবে তাতে রাজি নন আয়েশা। তা নিয়েই এবার আদালত জানাল, সন্তানের অধিকার একা মায়ের নয়। এখন প্রশ্ন, ছেলেকে কি ভারতে আসতে দেবেন আয়েশা! নাকি শিখর যাবেন অস্ট্রেলিয়ায়!
শিখর কিছুদিনের জন্য ছেলেকে নিজের কাছে এনে রাখতে চান। তবে তাতে রাজি নন আয়েশা। তা নিয়েই এবার আদালত জানাল, সন্তানের অধিকার একা মায়ের নয়। এখন প্রশ্ন, ছেলেকে কি ভারতে আসতে দেবেন আয়েশা! নাকি শিখর যাবেন অস্ট্রেলিয়ায়!
advertisement
advertisement
advertisement