Shikhar Dhawan: বিরাট চমক! মেগা ইভেন্টে ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান! খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে বিসিসিআই

Last Updated:

Shikhar Dhawan: সাম্প্রতিক কিছু সময়ে ভারতীয় দল থেকে ব্রাত্য শিখর ধাওয়ান। টেস্ট ও টি-২০ দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। তবে ওয়ান ডে দলে থাকতেন। বর্তমানে একদিনের দলেও তাকে দেখা যায় না।

মুম্বই: একসময় ভারতীয় ওপেনিংয়ে দীর্ঘ দিনের স্তম্ভ ছিলেন বাঁ হাতি শিখর ধাওয়ান। বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনুপস্থিতিতে একাধিক সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্বও দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’। কিন্তু সাম্প্রতিক কিছু সময়ে ভারতীয় দল থেকে ব্রাত্য শিখর ধাওয়ান। টেস্ট ও টি-২০ দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। তবে ওয়ান ডে দলে থাকতেন। বর্তমানে একদিনের দলেও তাকে দেখা যায় না।
দেশের মাটিতে বিশ্বকাপ খেলাটা স্বপ্ন ছিল ধাওয়নের। কিন্তু ফর্ম না অন্য কোনও কারণে তিনি দলের বাইরে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কিন্তু এবার হয়তো ফের শিখর ধাওয়ানের উপর ভরসা দেখাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। মেগা ইভেন্টে অধিনায়ক করা হতে পারে গব্বরকে। চলতি বছরে এশিয়া কাপ ও একদিনের বিশ্বকাপ রয়েছে। একইসঙ্গে রয়েছে চিনের হাংঝৌ শহরে আয়োজিত হতে চলা এশিয়ান গেমস। সেখানে এবার ক্রিকেট রয়েছে। বিসিসিআই সেখানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
advertisement
তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠাবে বোর্ড। তাই সেই দলের অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ানকে দেখা যেতে পারে। সিদ্ধান্ত এক প্রকার পাকা হলেও সরকারি শীলমোহর পড়বে ৭ জুলাই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে।
advertisement
শিখর ধাওয়ানের মত অভিজ্ঞ ক্রিকেটারকে অধিনায়ক করার পাশপাাশি এশিয়া কাপ ও বিশ্বকাপে যে সকল তরুণ ক্রিকেটাররা সুযোগ পাবেন না, তাদেরও এশিয়ান গেমসের দলে রাখা হবে বলেই খবর বিসিসিআই সূত্রে। তবে ধাওয়ান নিজে কী সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
Shikhar Dhawan: বিরাট চমক! মেগা ইভেন্টে ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান! খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে বিসিসিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement