ছেলের থেকে দূরে থাকা কতটা যন্ত্রণার? বর্তমানে কীভাবে কথা হয় জোরাভরে সঙ্গে? জানালেন শিখর ধাওয়ান

Last Updated:

Shikhar Dhawan: বেশ কয়েক বছর আগেই সংসার ভেঙেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের। প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পুত্র জোরাভরের থেকেও দূরে থাকতে হচ্ছে তাঁকে।

News18
News18
বেশ কয়েক বছর আগেই সংসার ভেঙেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের। প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পুত্র জোরাভরের থেকেও দূরে থাকতে হচ্ছে তাঁকে। এবার পুত্রের কাছ থেকে আলাদা থাকার সেই গভীর যন্ত্রণার কথা খোলাখুলি স্বীকার করে নিলেন প্রাক্তন ক্রিকেট তারকা।
সংবাদ সংস্থা এএনআই-এর এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে পড়েন শিখর ধাওয়ান। জানান যে,২ বছর হয়ে গেল, নিজের পুত্রকে চোখের দেখাটুকু দেখতে পাননি। আর এক বছরেরও বেশি সময় আগে শেষ বার পুত্রের সঙ্গে কথা হয়েছিল। শিখর ধাওয়ানের কথায়, “আমি চাই ও আনন্দে থাকুক, সুস্থ থাকুক। আমি এখনও ওকে প্রতি তিন-চার দিনে মেসেজ করি। যদিও আমায় ব্লক করে রাখা হয়েছে। ও আমার মেসেজ পড়বে, সেই আশাটুকুও আমি করি না। আর ও না পড়লেও আমি কিছু মনে করি না – আসলে ওর কাছে পৌঁছনোটাই আমার কর্তব্য। যেটা আমি করে যাব।”
advertisement
এখন শিখর ধাওয়ানের পুত্রের বয়স ১১ বছর। আর সন্তানকে কাছে না পেয়েও তার সঙ্গে গভীর ভাবে জড়িয়ে থাকার জন্য় আধ্যাত্মিকতার পথই অবলম্বন করেছেন এই ক্রিকেটার। তাঁর বক্তব্য, “প্রায় ২ বছর হয়ে গিয়েছে, আমি আমার সন্তানকে চোখের দেখাটুকুও দেখতে পাইনি। আর এক বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল। এটা খুবই কঠিন। কিন্তু এভাবে বাঁচতে শিখে যেতে হয়। আমি প্রতি মুহূর্তে ওকে মিস করি আর মনে মনেই ওর সঙ্গে কথা বলি… আর আমি অনুভব করি, প্রতিদিন ওর সঙ্গে কথা বলছি, ওকে জড়িয়ে ধরছি। আমি আধ্যাত্মিকতায় নিজের সমস্ত এনার্জি সঁপে দিয়েছে। কারণ শুধু এর মাধ্যমেই আমি আমার পুত্রকে ফিরে পাই।”
advertisement
advertisement
তিনি আরও বলেন যে, “আমি এভাবেই ওকে অনুভব করতে পারি। ওর সঙ্গে কথা বলি এবং খেলা করি। আমি যখন মেডিটেশনের বসি, তখন এই দৃশ্যগুলিই আমার চোখের সামনে ভেসে ওঠে। আর আমার ছেলের বয়স এখন ১১ বছর। ওর জীবনের মাত্র আড়াই বছর আমি ওকে দেখতে পেয়েছি।”
advertisement
শিখর ধাওয়ানের এহেন পরিস্থিতি দেখে উদ্বিগ্ন অনেকেই। অভিভাবক এবং সন্তান উভয়ের উপরেই বিবাহবিচ্ছেদের প্রভাব নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। বিশেষ করে যখন একজন অভিভাবকের সঙ্গে বাচ্চার দেখা করার উপর নিষেধাজ্ঞা থাকে, তখন সেই অভিভাবক এবং সন্তানের উপর এর গুরুতর প্রভাব পড়ে। আর সেই কারণেই আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন শিখর ধাওয়ান। আসলে যন্ত্রণাদায়ক বিচ্ছেদের অধ্যায় ভুলতে বিকল্প হিসেবে এই পথই অবলম্বন করতে হয়েছে তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ছেলের থেকে দূরে থাকা কতটা যন্ত্রণার? বর্তমানে কীভাবে কথা হয় জোরাভরে সঙ্গে? জানালেন শিখর ধাওয়ান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement