KKR vs CSK: সিএসকের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং অর্ডারে দুই বদল! কে থাকছে দলে আর কে পড়ছে বাদ?

Last Updated:
KKR vs CSK IPL 2025: শুক্রবার অ্যাওয়ে ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। সিএসকের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
1/5
৫টির মধ্যে ৩টি ম্যাচ হেরে চাপে কেকেআর। শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ২৩৮ রান তাড়া করে নেমে মাত্র ৪ রানে হারতে হয়েছে নাইটদের। ধারাবাহিকভাবে ম্যাচ জিততে না পারার জন্য লিগ টেবিলেও যথেষ্ট চাপে কলকাতা।
৫টির মধ্যে ৩টি ম্যাচ হেরে চাপে কেকেআর। শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ২৩৮ রান তাড়া করে নেমে মাত্র ৪ রানে হারতে হয়েছে নাইটদের। ধারাবাহিকভাবে ম্যাচ জিততে না পারার জন্য লিগ টেবিলেও যথেষ্ট চাপে কলকাতা।
advertisement
2/5
এই পরিস্থিতিতে শুক্রবার অ্যাওয়ে ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে মিডল অর্ডারে কয়েক জন প্লেয়ারের ব্যর্থতার জন্যই ম্যাচ হাতছাড়া হয়েছিল কেকেরের।
এই পরিস্থিতিতে শুক্রবার অ্যাওয়ে ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে মিডল অর্ডারে কয়েক জন প্লেয়ারের ব্যর্থতার জন্যই ম্যাচ হাতছাড়া হয়েছিল কেকেরের।
advertisement
3/5
ফলে সিএসকের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমত চিপকের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। সেই কারণে দলে স্পিনারের সংখ্যা বাড়াতে পারে নাইটরা।
ফলে সিএসকের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমত চিপকের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। সেই কারণে দলে স্পিনারের সংখ্যা বাড়াতে পারে নাইটরা।
advertisement
4/5
হায়দ্রাবাদ ম্যাচে স্পিনার-অলরান্ডার হিসেবে খেলেছিলেন মইন আলি। কিন্তু ম্যাচে মইনকে বসিয়ে ফের খেলানো হয় স্পেনসর জনসনকে। ৩ ওভারে ৪৬ রান খরচ কেন তিনি। ফলে চিপকের উইকেটে ফের মইনকে খেলানো হতে পারে প্রথম একাদশ।
হায়দ্রাবাদ ম্যাচে স্পিনার-অলরান্ডার হিসেবে খেলেছিলেন মইন আলি। কিন্তু ম্যাচে মইনকে বসিয়ে ফের খেলানো হয় স্পেনসর জনসনকে। ৩ ওভারে ৪৬ রান খরচ কেন তিনি। ফলে চিপকের উইকেটে ফের মইনকে খেলানো হতে পারে প্রথম একাদশ।
advertisement
5/5
অপরদিকে, দলের এক সময়ের সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল একেবারেই ফর্মে নেই। লখনউ ম্যাচে রাসেল কিছুটা রান পেলেও ম্যাচের ফলাফল অন্য হতে পারত। ফলে সিএসকে ম্যাচে রাসেলের পরিবর্তে অপর ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েলকে খেলাতে পারে কেকেআর।
অপরদিকে, দলের এক সময়ের সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল একেবারেই ফর্মে নেই। লখনউ ম্যাচে রাসেল কিছুটা রান পেলেও ম্যাচের ফলাফল অন্য হতে পারত। ফলে সিএসকে ম্যাচে রাসেলের পরিবর্তে অপর ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েলকে খেলাতে পারে কেকেআর।
advertisement
advertisement
advertisement