Shikhar Dhawan: বাঙালি স্ত্রীর 'দ্বিতীয় বর'! বিয়ে টিকল না, আবার বিদেশি প্রেমিকা, এবার ৭০ কোটি টাকা খরচ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shikhar Dhawan Love Story- আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শিখর ধাওয়ান। জানা যাচ্ছে, গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন গব্বর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে মাঠে হাজির হন গব্বর। দিনকয়েক আগে একসঙ্গে ছবি দিয়ে 'মাই লাভ' লেখেন। তার পরই দুজনের সম্পর্কের ব্যাপরটা খোলসা হয়ে যায়। জানা যাচ্ছে, সুপার লাক্সারি প্রজেক্টের অ্যাপার্টমেন্টের দাম ৬৯ কোটি টাকা। ১৭ একর জমির উপর দাহিলাস নামের এই প্রজেক্ট গতবছর অগাস্টে শুরু হয়েছিল। সেখানেই এবার পাকাপাকি থাকবেন তাঁরা।