ATM কার্ড ব্লক হয়ে গিয়েছে? কীভাবে আনলক করবেন দেখুন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
পুনরায় আনলক করার কি কোনও উপায় আছে? দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement
advertisement
advertisement
advertisement
নতুন কার্ড ইস্যু: যদি নিরাপত্তার কারণে কার্ডটি ব্লক করা হয়, তবে কার্ডধারীর কাছে একটাই বিকল্প খোলা থাকে, সেটা হল নতুন কার্ড ইস্যু করা। কার্ড হারিয়ে গেলে বা অচেনা লোকের কাছে চলে গেলে এসএমএস, অনলাইন বা গ্রাহক নম্বরে কল করে গ্রাহক তাঁর এটিএম কার্ড ব্লক করতে পারেন। তারপর কার্ড হোল্ডার ব্যাঙ্ককে নতুন কার্ড ইস্যু করার জন্য আবেদন জানাবেন।
advertisement
মেয়াদোত্তীর্ণ কার্ড প্রতিস্থাপন: সমস্ত এটিএম কার্ডের একটি নির্দিষ্ট সময়কাল থাকে। ওই সময়ের মধ্যে সেই কার্ড সক্রিয় এবং বৈধ থাকে। কতদিন সক্রিয় এবং বৈধ থাকবে তার তারিখও উল্লেখ করা থাকে এটিএম কার্ডেই। মেয়াদ শেষ হওয়ার পর কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যায়। তখন আর সেই কার্ড ব্যবহার করা যাবে না। এই পরিস্থিতিতে কার্ড হোল্ডারকে ব্যাঙ্কের শাখায় গিয়ে নতুন এটিএম কার্ড ইস্যু করাতে হবে।