East Bardhaman News: গান গেয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! মোটরবাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে বাউল শিল্পীর মৃত্যু
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
East Bardhaman News: প্রয়াত বাউল শিল্পীর আত্মীয় জানান, তিনি বাউল গান করে রাতে মোটরবাইক চালিয়ে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। ভোরবেলা এক পরিচিতের কাছ থেকে এই বিষয়ে খবর পান।
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়ঃ মোটরবাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল বাউল শিল্পীর। মৃতের নাম ঝন্টু হাজরা, বয়স ৩৪ বছর। বীরভূমের নানুর থানার নতুনগ্রামের কাছে মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ভয়াবহ সেই পথ দুর্ঘটনায় কেতুগ্রামের বাউল শিল্পীর মৃত্যু হয়।
বীরভূমের নানুর থানার টহলরত পুলিশ ভ্যানের কর্মীরা গুরুতর জখম ঝন্টুবাবুকে উদ্ধার করেন। তাঁকে মঙ্গলকোট ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বড়দিন-নববর্ষের আবহে দিঘা ঘুরতে যাওয়ার আনন্দ দ্বিগুণ! পর্যটকদের জন্য দারুণ খবর
মৃত বাউল শিল্পী ঝন্টু হাজরা আত্মীয় মন্টু হাজরা জানান, ভাই বাউল গান করে রাতে মোটরবাইক চালিয়ে নিজের বাড়ি কেতুগ্রামের খাসপুরে ফিরছিল। ভোরবেলায় নতুনগ্রাম নিবাসী আমাদের এক সম্পর্কিত কাকা ভাইয়ের দুর্ঘটনার খবর জানিয়ে বলে মঙ্গলকোট ব্লক হাসপাতালে আছে। আমরা মঙ্গলকোট ব্লক হাসপাতালে গিয়ে শুনি ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করছে বলে শুনেছি।
advertisement
advertisement
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্তে মর্মান্তিক নানা পথ দুর্ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে বীরভূমের নানুর থানার নতুনগ্রামের কাছেও এমনই একটি ঘটনা ঘটে। মোটরবাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হয় বাউল শিল্পী ঝন্টু হাজরার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
December 17, 2025 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: গান গেয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! মোটরবাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে বাউল শিল্পীর মৃত্যু









