ফের বিঘ্ন! রেকে যান্ত্রিক সমস্যা, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মেট্রোরেল সূত্রের খবর, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো। নেতাজি স্টেশন থেকে ক্ষুদিরামগামী একটা মেট্রোর রেকে যান্ত্রিক সমস্যা হয়। তার জেরে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। রেক সরানো হচ্ছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, কিছুক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে।
কলকাতা: ফের সমস্যার মুখে কলকাতা মেট্রো। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচলে তৈরি হয়েছে সমস্যা। বুধবার সন্ধ্যায় সাময়িকভাবে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রোরেল সূত্রের খবর, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো। নেতাজি স্টেশন থেকে ক্ষুদিরামগামী একটা মেট্রোর রেকে যান্ত্রিক সমস্যা হয়। তার জেরে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
রেক সরানো হচ্ছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, কিছুক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে।
advertisement
কলকাতা মেট্রো নিয়ে মাঝেমাঝেই যাত্রী হয়রানির খবর সামনে এসে ঠিকই, তবে মেট্রো রেলওয়ে তার লক্ষ লক্ষ যাত্রীদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিষেবা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির নির্দেশানুযায়ী, মেট্রো কর্মীদের যথাযথ এবং আপডেটেড প্রশিক্ষণের জন্য নিয়মিত মক ড্রিল, টিউটোরিয়াল, বিশেষ অধিবেশন ইত্যাদির আয়োজন করা হচ্ছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, “মেট্রোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবির মোটরম্যান এবং অন্যান্য কর্মীদের তাদের চাপ নিয়ন্ত্রণ করতে এবং তাদের উৎপাদনশীলতা উন্নত করতে সহায়তা করবে।’’
advertisement
এই শিবিরে, রবি শঙ্করের ‘আর্ট অফ লিভিং’ সম্পর্কেও পাঠদান হচ্ছে। এই উদ্যোগও মেট্রোকর্মীদের উত্তেজনা এবং চাপ কমানোর কাজ করবে। পাঁচ দিনব্যাপী এই শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে যোগব্যায়াম, ধ্যান, সুদর্শন ক্রিয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। চাপমুক্ত থাকতে এবং যে কোনও পরিস্থিতিতে শান্তভাবে মোকাবিলা করতেই মেট্রোকর্মীদের এই প্রশিক্ষণের আয়োজন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 17, 2025 7:56 PM IST








