Bollywood Song: ১০৫ বার বাতিল, ১০৬তম চেষ্টায় ইতিহাস! মুঘল-ই-আজমের এই গানের জন্মকথা জানেন কি?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bollywood Song: কিংবদন্তি সঙ্গীত পরিচালক নওশাদ প্রথমে এই গানের জন্য ১০৫টি সুর বাতিল করেছিলেন। গানের কথা লিখেছিলেন খ্যাতনামা গীতিকার শাকিল বদায়ুনি। একের পর একবার তাঁর লেখা গান বাতিল হলেও তিনি হাল ছাড়েননি।
advertisement
advertisement
advertisement
মধুবালা ও দিলীপ কুমারের ওপর চিত্রায়িত এই গান মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকমনে ঝড় তোলে। মধুবালার অনবদ্য নৃত্যভঙ্গি, অভিব্যক্তিপূর্ণ চোখ আর অপরূপ সৌন্দর্য গানটিকে আরও স্মরণীয় করে তোলে। আর এই গানে প্রাণ প্রতিষ্ঠা করেন ‘ভারতের কোকিল’ লতা মঙ্গেশকর। প্রায় ৬ মিনিট ১৬ সেকেন্ডের এই গান আজও শ্রোতাদের মুগ্ধ করে।
advertisement
advertisement









