New Town Fire: নিউ টাউনে ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ড! আগুন নেভাতে এলাকায় ১২টি ইঞ্জিন
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
New Town Fire: নিউ টাউনে ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ড। আগুন নেভাতে এলাকায় ১২ টি ইঞ্জিন পাঠানো হয়েছে। ঘিঞ্জি রাস্তার কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে এই এলাকায়।
নিউটাউন: নিউ টাউনে ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ড। আগুন নেভাতে এলাকায় ১২ টি ইঞ্জিন পাঠানো হয়েছে। ঘিঞ্জি রাস্তার কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে এই এলাকায়।
advertisement
আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। এই ঘটনায় দ্রুত এলাকায় পৌঁছন উদ্ধারকারীরা। তবে এলাকায় মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। দমকল ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছে। বস্তিতে আগুন লাগায় শীতের রাতে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় বহু মানুষ।
advertisement
নিউ টাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথম ঘটনাস্থলে গিয়েছিল দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন লাগার খবর পেয়ে আগুন নেভানোর জন্য হাত লাগান স্থানীয়রা। পাঁচটি ইঞ্জিন পাঠানোর পরেও আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে আরও সাতটি ইঞ্জিন যায় সেখানে। তবে এই আগুন লাগারল ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
advertisement
তবে কী কারণে ওই বস্তিতে আগুন লাগল তা অবশ্য জানা যায়নি। মনে করা হচ্ছে ওই এলাকায় প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে বস্তিটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় ঢুকতে প্রাথমিক ভাবে সমস্যায় পড়ে দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 17, 2025 7:50 PM IST








