Hooghly News: হুগলিবাসীদের জন্য সুখবর! ১০ কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজতে চলেছে কামারপুকুর, সুবিধা বাড়বে পর্যটকদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Hooghly News: পর্যটকদের জন্য এবার নতুন করে সেজে উঠছে রামকৃষ্ণ দেবের কামারপুকুর। বছরের বিভিন্ন সময়ে এই পবিত্র ভূমিতে আসেন অনেকেই। আর সেব কথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার।
হুগলি: পর্যটকদের জন্য এবার নতুন করে সেজে উঠছে রামকৃষ্ণ দেবের কামারপুকুর। বছরের বিভিন্ন সময়ে এই পবিত্র ভূমিতে আসেন অনেকেই। আর সেব কথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০ কোটি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে কামারপুকুরের উন্নয়নের জন্য। উন্নয়নের কথা বলতে গেলে বলতেই হয় ৮০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে এলাকার উন্নয়নের জন্য। ২৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ, ৫ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে কামারপুকুরের পর্যটন পরিকাঠামো নির্মাণ, ৫ কোটি টাকার বেশি ব্যয়ে কামারপুকুর ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন, প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে কামারপুকুর বাসস্ট্যান্ড, কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ব্লক প্রাইমারি হেলথ্ ইউনিট, কামারপুকুরে ইকোট্যুরিজম পার্ক, কামারপুকুর মিশনে হস্টেল বিল্ডিং-সহ আরও অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও জয়রামবাটিতে মাতৃমন্দির-এর সংস্কার করা হয়েছে।
advertisement
advertisement
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরোধে সম্প্রতি সেখানে একটি পাঁচ তলা গেস্ট হাউস এবং প্রসাদ বিতরণ কেন্দ্র তৈরি করা হয়েছে। এখানেই সেহ নয়, এর পাশাপাশি প্রায় ১৫০০ বর্গমিটার এলাকা জুড়ে একটি ওপেন পার্কিং জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই দুটি প্রকল্পে খরচ হবে প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ ২৫ হাজার টাকা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে তীর্থক্ষেত্র কামারপুকুর মঠের পবিত্র প্রাঙ্গণে পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে ‘পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি’ দফতরের উদ্যোগে আগেই একটি বিশালাকারের নলকূপ স্থাপন এবং পাইপলাইন-এর কাজ সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি এই জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও উন্নত করার লক্ষ্যে মঠ প্রাঙ্গণের মধ্যেই একটি ১৫০ মিমি ব্যাসের নতুন গভীর নলকূপ খনন এবং পাম্প হাউস নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
December 17, 2025 8:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলিবাসীদের জন্য সুখবর! ১০ কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজতে চলেছে কামারপুকুর, সুবিধা বাড়বে পর্যটকদের











