১৬ ঘণ্টায় ১৩,৪৫৮ কিমি পথ! লম্বা বিমানযাত্রা, তার পর রোহিত, সূর্য যা করলেন, অবাক কাণ্ড

Last Updated:

Rohit Sharma Vangra dance: বার্বাডোজে বিশ্বকাপ জয়ের পর আটকে ছিল টিম ইন্ডিয়া। সেখানে হ্যারিকেন বেরিলের দাপট চলছে। ফলে ভারতে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে রোহিত, বিরাটদের দেশে ফেরানো হয়েছে।

কলকাতা: ১৬ ঘণ্টায় ১৩৪৫৮ কিমি পথ! মুখের কথা নয়। লম্বা বিমানযাত্রা, তার পরও রোহিত শর্মা, সূর্যকুমার যাদব যা করলেন, দেখে অনেকেই অবাক।
বার্বাডোজে বিশ্বকাপ জয়ের পর আটকে ছিল টিম ইন্ডিয়া। সেখানে হ্যারিকেন বেরিলের দাপট চলছে। ফলে ভারতে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে রোহিত, বিরাটদের দেশে ফেরানো হয়েছে।
আরও পড়ুন- বিশ্বজয়ী টিম ইন্ডিয়া ফিরল দেশে, বিশ্বকাপ ট্রফি দেখার ভিড়, মেগা সেলিব্রেশন আজ
বুধবার রাতে বার্বাডোজ থেকে রওনা হয়েছিল সেই বিমান। সেটি নয়াদিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ। তার পর সেখান থেকে হোটেলে রওনা হন ভারতীয় দলের ক্রিকেটাররা।
advertisement
advertisement
হোটেলে পৌঁছে বিরাট একখানা কেক কাটেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, সব জায়গায় ছিল ভক্তদের ভিড়। ভারতীয় সমর্থকরা বিশ্বকাপ ট্রফি দেখার জন্য উৎসুক হয়ে ছিলেন।
হোটেলের ঠিক বাইরে ঢোল বাজাতে শুরু করলেন সূর্য। আর নাচলেন রোহিত শর্মা। এত দীর্ঘ সময় বিমানযাত্রা করে এসেও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যেন ক্লান্তির কোনও ছাপ ছিল না। সবাই মেতে ছিলেন আনন্দে।
advertisement
আরও পড়ুন- প্লেনের ভিতরই রোহিত-কোহলিদের সেলিব্রেশন, মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও
ট্রফি হাতে কখনও ছবি তুললেন পন্থ, কখনও অরশদীপ, কখনও সিরাজ। সবা মুখে চওড়া হাসি। আপাতত ভারতীয় ক্রিকেটাররা রয়েছেন প্রধানমন্ত্রীর আবাসনে। সেখান থেকে দুপুর ২টোর সময় মুম্বই রওনা দেবেন তাঁরা। সেখানে গ্র্যান্ড সেলিব্রেশন অপেক্ষা করছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১৬ ঘণ্টায় ১৩,৪৫৮ কিমি পথ! লম্বা বিমানযাত্রা, তার পর রোহিত, সূর্য যা করলেন, অবাক কাণ্ড
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement