নদীয়ায় রোড শো করতে চলেছেন অভিষেক! জোরকদমে চলছে প্রস্তুতি!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নদীয়ার চাপড়ায় আজ রোড শো করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। চাপড়ার শ্রীনগর ইনসাফ ক্লাবের মাঠে মূল প্রস্তুতির কাজ চলছে জোরকদমে।
সমীর রুদ্র, চাপড়া: নদীয়ার চাপড়ায় আজ রোড শো করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। চাপড়ার শ্রীনগর ইনসাফ ক্লাবের মাঠে মূল প্রস্তুতির কাজ চলছে জোরকদমে। এখানেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দুটো নাগাদ হেলিকপ্টারে করে শ্রীনগর ইনসাফ ক্লাবের মাঠে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পদযাত্রার মাধ্যমে চাপড়া হাসপাতাল রোড পর্যন্ত রোড শো করবেন। রোড শো চলাকালীন একটি হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।
রোড শোকে কেন্দ্র করে এলাকাজুড়ে সাজসজ্জা, ব্যারিকেড, নিরাপত্তা ব্যবস্থা ও মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ইতিমধ্যেই জমে উঠেছে রাজনৈতিক আবহ। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে ঘিরে চাপড়ায় তুঙ্গে।
advertisement
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 18, 2026 6:08 PM IST











