Birbhum News: 'পরিচ্ছন্ন তারাপীঠ আমাদের কর্তব্য', রাস্তা পরিষ্কারে ঝাঁটা হাতে পথে নামলেন প্রশাসনিক কর্তারা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তারাপীঠের রাস্তা পরিষ্কার করতে হবে নিজেদেরই, এই অঙ্গীকারবদ্ধ হয়ে তারাপীঠে রাস্তায় ঝাঁটা হাতে নামলেন একাধিক প্রশাসনিক কর্তারা
বীরভূম,সৌভিক রায়: বীরভূমে অবস্থিত সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি মা তারার মন্দির। মা তারা দর্শনের জন্য প্রত্যেকদিন হাজার হাজার পর্যটকেরা তারাপীঠে আসেন। তবে আজ থেকে কয়েক বছর আগের তারাপীঠ আর বর্তমান তারাপীঠের আকাশ-পাতাল ফারাক। বিগত কয়েক বছরে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের তত্ত্বাবধানে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে তারাপীঠ মন্দির এবং চত্বরজুড়ে। রাস্তার দু'ধারে পাকা রাস্তা, তার সঙ্গে মাঝখানে লোহার রেলিং দিয়ে বিভিন্ন ফুল গাছের সমারোহ
advertisement
বে এত উন্নতির মাঝেও তারাপীঠে কোথাও বজ্র পদার্থ নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই। তারাপীঠ থেকে রামপুরহাট আসার পথে রাস্তার দু'ধারে পড়ে থাকছে নোংরা,আবর্জনার স্তূপ। দূর দুরান্ত থেকে আসা পর্যটকেরা অনেক ক্ষেত্রেই না খেয়ে রুমাল নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। প্রশাসনের তরফ থেকে একাধিক বার নিষেধ করা সত্ত্বেও কিছু কিছু হোটেল ব্যবসায়ীরা রাস্তার দু'ধারে নোংরা, আবর্জনা ফেলে যাচ্ছেন।
advertisement
advertisement
এই কারণেই রবিবার তারাপীঠের ভিআইপি গেটের সামনে থেকে হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করার অঙ্গীকার নিয়ে পথে নামলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়, রামপুরহাট মহকুমা শাসক আশ্বিন বি রাঠোর, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ
advertisement
রবিবার তারাপীঠ মন্দিরের ভিআইপি গেট থেকে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অফিস পর্যন্ত, দীর্ঘ প্রায় দেড় কিলোমিটার পথ ঝাঁটা দিয়ে পরিষ্কার করলেন প্রশাসনিক কর্তারা। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়ের দাবি, 'তারাপীঠের মত পূণ্যভূমি, তীর্থভূমিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেই জন্যই আমাদের আজকের কর্মসূচির নাম দেওয়া হয়েছে পরিচ্ছন্ন তারাপীঠ আমাদের কর্তব্য।"ছবি ও তথ্য: সৌভিক রায়









