Plastic Free Joydev Mela: জয়দেব কেন্দুলী থেকে বিদায় নিল প্লাস্টিক! অভিনব 'বসুন্ধরা' মডেলে লক্ষ্মীলাভ জয়দেব মেলায়

Last Updated:
শনিবার রাত থেকেই প্রশাসনের তরফে মাইকিং করে মেলা প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়। যদিও ব্যবসায়ীদের একাংশের দাবি, মেলার আয়তন বিশাল হওয়ায় দোকানপাট গুটিয়ে এলাকা সম্পূর্ণ পরিষ্কার করতে আরও কয়েক দিন সময় লাগবে।
1/5
আখড়ায় আখড়ায় বাউল ফকিরের গান, সাধু সন্তদের কোলাহল আর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে শেষ হল বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলী মেলা। হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই এ বছর মেলায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। গত মঙ্গলবার শুরু হওয়া এই মেলা শনিবার রাত বারোটা নাগাদ সরকারিভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
আখড়ায় আখড়ায় বাউল ফকিরের গান, সাধু সন্তদের কোলাহল আর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে শেষ হল বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলী মেলা। হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই এ বছর মেলায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। গত মঙ্গলবার শুরু হওয়া এই মেলা শনিবার রাত বারোটা নাগাদ সরকারিভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
এ বছরের মেলার অন্যতম বিশেষত্ব ছিল প্রশাসনের 'নির্মল জয়দেব' ও 'প্লাস্টিক মুক্ত' মেলার উদ্যোগ। জেলা প্রশাসনের দাবি, প্লাস্টিকের অবাধ ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সরকারি পরিবেশবান্ধব সামগ্রীর স্টল 'বসুন্ধরা ' থেকে প্রায় ১০ লক্ষ টাকার মাটির ভাঁড়, শালপাতার থালা বাটি ও কাপড়ের ব্যাগ বিক্রি হয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এ বছরের মেলার অন্যতম বিশেষত্ব ছিল প্রশাসনের 'নির্মল জয়দেব' ও 'প্লাস্টিক মুক্ত' মেলার উদ্যোগ। জেলা প্রশাসনের দাবি, প্লাস্টিকের অবাধ ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সরকারি পরিবেশবান্ধব সামগ্রীর স্টল 'বসুন্ধরা ' থেকে প্রায় ১০ লক্ষ টাকার মাটির ভাঁড়, শালপাতার থালা বাটি ও কাপড়ের ব্যাগ বিক্রি হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে প্রায় এক লক্ষ পরিবেশবান্ধব ব্যাগ বিলি করা হয়েছে। ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার জানান,
প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে প্রায় এক লক্ষ পরিবেশবান্ধব ব্যাগ বিলি করা হয়েছে। ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার জানান, "যে লক্ষ্য নিয়ে আমরা জয়দেব মেলা পরিচালনা করেছি, তাতে আমরা অনেকটাই সফল হয়েছি।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
মেলা শেষে খুশি ব্যবসায়ীরাও। তাঁদের দাবি, লক্ষাধিক মানুষের সমাগম হওয়ায় কেনাবেচা হয়েছে দেদার। জয়দেব মেলা যেমন বাউল গানের জন্য বিখ্যাত, তেমনই কলার পসরার জন্যও বিশেষ পরিচিত। মেলার শেষ দিনেও কলার চাহিদা ছিল চোখে পড়ার মতো। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
মেলা শেষে খুশি ব্যবসায়ীরাও। তাঁদের দাবি, লক্ষাধিক মানুষের সমাগম হওয়ায় কেনাবেচা হয়েছে দেদার। জয়দেব মেলা যেমন বাউল গানের জন্য বিখ্যাত, তেমনই কলার পসরার জন্যও বিশেষ পরিচিত। মেলার শেষ দিনেও কলার চাহিদা ছিল চোখে পড়ার মতো।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
শনিবার রাত থেকেই প্রশাসনের তরফে মাইকিং করে মেলা প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়। যদিও ব্যবসায়ীদের একাংশের দাবি, মেলার আয়তন বিশাল হওয়ায় দোকানপাট গুটিয়ে এলাকা সম্পূর্ণ পরিষ্কার করতে আরও কয়েক দিন সময় লাগবে। সব মিলিয়ে বাউলের একতারা ও অজয়ের চরের আধ্যাত্মিক আবহে এ বছরের জয়দেব মেলা সার্থক বলেই মনে করছেন জেলাবাসী। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
শনিবার রাত থেকেই প্রশাসনের তরফে মাইকিং করে মেলা প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়। যদিও ব্যবসায়ীদের একাংশের দাবি, মেলার আয়তন বিশাল হওয়ায় দোকানপাট গুটিয়ে এলাকা সম্পূর্ণ পরিষ্কার করতে আরও কয়েক দিন সময় লাগবে। সব মিলিয়ে বাউলের একতারা ও অজয়ের চরের আধ্যাত্মিক আবহে এ বছরের জয়দেব মেলা সার্থক বলেই মনে করছেন জেলাবাসী।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement