বিশ্বজয়ী টিম ইন্ডিয়া ফিরল দেশে, বিশ্বকাপ ট্রফি দেখার ভিড়, মেগা সেলিব্রেশন আজ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: বিমানবন্দর থেকে বেরিয়ে ভারতীয় দল হোটেলে চলে গিয়েছে। সেখানে একটি বিশালাকার কেক কাটবেন রোহিত শর্মারা। তার পর সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। জানা গিয়েছে, আপাতত কিছুটা সময় বিশ্রাম নেবেন ভারতীয় ক্রিকেটাররা। তার পর সকাল ৯টা নাগাদ তাঁরা যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।
নয়াদিল্লি: বিশ্বকাপ জিতেও যেন শান্তি ছিল না। বার্বাডোজের পরিস্থিতি ভাল নয়। সেখানে এখন হ্যারিকেন বেরিলের দাপট। তারই মধ্যে টি-২০ বিশ্বকাপ জিতে আটকে গিয়েছিল ভারতীয় দল। অবশেষে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল রোহিত শর্মা অ্যান্ড কোং।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছট২ নাগাদ ভারতের মাটি স্পর্শ করল টিম ইন্ডিয়ার বিমান। ভারতীয় সময়ে বুধবার দুপুরে বার্বাডোজ থেকে বিমানে ওঠেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকালে তাঁরা দেশে ফেরেন।
আরও পড়ুন- সূর্যকুমারের সেই ক্যাচ! রোহিত শর্মা তখন কী করছিলেন? দেখে হা হয়ে যাবেন
বিমানবন্দরের বাইরে টি-২০ বিশ্বকাপ ট্রফি ও রোহিত শর্মাদের দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ভক্তরা। ঢাক-ঢোল, ফুলের মালা নিয়ে স্বাগত জানানো হয় টিম ইন্ডিয়ার তারকাদের। আজ সারাদিন মেগা সেলিব্রেশন।
advertisement
advertisement
বিমানবন্দর থেকে বেরিয়ে ভারতীয় দল হোটেলে চলে গিয়েছে। সেখানে একটি বিশালাকার কেক কাটবেন রোহিত শর্মারা। তার পর সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। জানা গিয়েছে, আপাতত কিছুটা সময় বিশ্রাম নেবেন ভারতীয় ক্রিকেটাররা। তার পর সকাল ৯টা নাগাদ তাঁরা যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।
আরও পড়ুন- বিশ্বের সেরা ২ জন ক্রিকেটার কে? অ্যামব্রোস বাছলেন এমন নাম, শুনলে অবাক হবেন
এর পর রোহিত, বিরাটরা মুম্বইয়ের উদ্দেশে ফ্লাইট ধরবেন। তার পর সেখানে হুড খোলা বাসে ট্রফি নিয়ে ঘুরবেন তাঁরা। সন্ধ্যে সাতটা নাগাদ একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে সংবর্ধনা দেওয়া হবে ভারতীয় দলের ক্রিকেটারদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 8:17 AM IST