সূর্যকুমারের সেই ক্যাচ! রোহিত শর্মা তখন কী করছিলেন? দেখে হা হয়ে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Suryakumar Yadav catch: ভিডিওতে দেখা যায়, সূর্যকুমার ক্যাচ নেওয়ার সময় রোহিত তাঁর জায়গা থেকে নিচু হয়ে ক্যাচটি দেখতে শুরু করেন। রোহিতের অভিব্যক্তি দেখে অনুমান করা যায়, তিনি প্রচণ্ড টেনশনে ছিলেন। ভেবেছিলেন, মিলারের সেই শট ছক্কা হবে!
নয়াদিল্লি: ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ভারতীয় দল ফাইনালে ৭ রানে দুর্দান্ত জয় পায়।
এই জয়ে কোহলির হাফ সেঞ্চুরি গুরুত্বপূর্ণ হলেও শেষ ওভারে সূর্যকুমার যাদবের নেওয়া ক্যাচ ভারতের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এবার একটি ভিডিও সামনে এসেছে যেখানে ওই ক্যাচের সময় রোহিত শর্মার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সূর্য যখন এই দুর্দান্ত ক্যাচ নেওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় রোহিতের মুখ-চোখ দেখার মতো ছিল। রোহিতকে দেখে মনে হতে পারে যেন তাঁর নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে!
advertisement
advertisement
আরও পড়ুন- ‘ও যা ক্যাপ্টেন, নেপালও দলে নেবে না,’ এবার বোমা ফাটালেন শোয়েব
ভিডিওতে দেখা যায়, সূর্যকুমার ক্যাচ নেওয়ার সময় রোহিত তাঁর জায়গা থেকে নিচু হয়ে ক্যাচটি দেখতে শুরু করেন। রোহিতের অভিব্যক্তি দেখে অনুমান করা যায়, তিনি প্রচণ্ড টেনশনে ছিলেন। ভেবেছিলেন, মিলারের সেই শট ছক্কা হবে!
—- Polls module would be displayed here —-
advertisement
শেষ পর্যন্ত ক্যাচ নিয়ে রোহিতকে স্বস্তি দেন সূর্য। ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য বিরাটকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছিল।
This video is Goat because:
– Clears the allegations of Pakistanis crying that Sky touched boundary cushion
– Reaction of Rohit Sharma when ball went in air.
– Security Guard pre mature celebrationsVideo Credit
su.shaant / Instagram #RohitShama #cricket #T20WorldCupFinal… pic.twitter.com/hLSypIqAqW— Riseup Pant (@riseup_pant17) July 2, 2024
advertisement
আরও পড়ুন- দাড়ি কেটে শুধু গোঁফ, নতুন লুক পান্ডিয়ার! বিশ্বকাপ জিতে পেলেন বিরাট উপহার
সেদিন ভারতীয় বোলাররাও চমকপ্রদ বোলিং করেছিলেন। হার্দিক পান্ডিয়া ওই ম্যাচে তিন উইকেট নেন। এছাড়া বুমরাহ ২টি, আরশদীপ ২টি এবং অক্ষর প্যাটেল একটি উইকেট পান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 03, 2024 6:23 PM IST