Team India: প্লেনের ভিতরই রোহিত-কোহলিদের সেলিব্রেশন, মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও

Last Updated:

Team India Celebration: অবশেষে বৃহস্পতিবার ভোরে ভারতের মাটি স্পর্শ করে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য পাঠানো বিশেষ বিমান। দিল্লিতে নামার আগেই প্লেনের ভিতরেই সেলিব্রেশনে মাতল টিম ইন্ডিয়া।

নিউ দিল্লি: ২৯ জুন রুদ্ধশ্বাস ফাইনাল দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর প্রায় ৪ দিন বার্বাডোজেই আটকে থাকতে হয় ভারতীয় দলকে। সৌজন্য ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বেরিল। অবশেষে বৃহস্পতিবার ভোরে ভারতের মাটি স্পর্শ করে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য পাঠানো বিশেষ বিমান।
দিল্লিতে অবতরনের আগে থেকেই বিমানের অন্দরেই সেলিব্রেশন শুরু হয়ে যায় ভারতীয় দলের। যেই ভিডিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বিমানের মধ্যে বিশ্বকাপ ট্রফি নিয়ে ক্রিকেটারদের উচ্ছ্বাস ধরা রয়েছে সেই ভিডিয়োয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, শিবম দুবে সেলিব্রেশন থেকে বাদ গেলেন না কেউ।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতীয় দলের বিমান দিল্লিতে পৌছায় সকাল ৬টা ৭ মিনিটে। বিমান বন্দরেই বিশ্বচ্যাম্পিয়নদের দেখার জন্য তখন উপচে পড়া ভিড়। ঢাক-ঢোল, ফুলের মালা নিয়ে স্বাগত জানানো হয় টিম ইন্ডিয়ার তারকাদের। সেখান থেকে কিছু সময়ের বিশ্রামের জন্য দিল্লির এক পাঁচতারা হোটেলে গিয়েছেন ভারতীয় খেলোয়াররা। এরপর দিনভর রয়েছে নানা অনুষ্ঠান।
advertisement
advertisement
দিল্লির হোটেলে বিশালাকার কেক কাটার পর বিশ্রামে রয়েছে ভারতীয় দল। সকাল ১১ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ভারতীয় দল। বিকেল ৪টের সময় মুম্বইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে মেরিনড্রাইভে নরিম্যান পয়েন্ট থেকে হুড খোলা বাসে ২ কিলোমিটার রোড শো। শেষে সন্ধ্যা ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলকে সংবর্ধনা দেবে বিসিসিআই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Team India: প্লেনের ভিতরই রোহিত-কোহলিদের সেলিব্রেশন, মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement