'মাফিয়া মেসি'! ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে এটাই এখন ডাকনাম ফুটবল রাজপুত্রের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Mafia Messi is the new nickname of Lionel in Argentina dressing room reveals Rodrigo De Paul. 'মাফিয়া মেসি '! আর্জেন্টিনার ড্রেসিংরুমে এটাই এখন ডাকনাম ফুটবল রাজপুত্রের
#দোহা: ফুটবলার হিসেবে এবং মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র এবং নম্র লিওনেল মেসিকেই চিনে এসেছে বিশ্ব। অতীতে আর্জেন্টিনা বহু জায়গায় যখন পরাজিত হত, দুঃখে মুখ দিয়ে হাত ঢেকে হাঁটা লাগাতেন তিনি। কান্নায় ভেঙে পড়েছেন কখনও। এমনকি দিয়েগো মারাদোনা পর্যন্ত বলে গিয়েছেন মেসি দুর্ধর্ষ ফুটবলার, কিন্তু ভাল অধিনায়ক নয়। বারবার প্রশ্ন উঠেছে নরম ব্যক্তিত্ব নিয়ে। ফুটবলের ভাল ছেলে হিসেবেই পরিচিত ছিলেন এতদিন।
কিন্তু কাতার বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে লিওনেল মেসি এখন বদলে যাওয়া এক ব্যক্তিত্ব। এই মেসি যেন মস্তান। বিপক্ষের চোখে চোখ রেখে কথা বলেন, প্রয়োজনে গালাগালি দিতেও ছাড়েন না। এমনকি ম্যাচ শেষের পরেও টানেলে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দেন। যেন সম্পূর্ণ বদলে গিয়েছেন ফুটবলের রাজপুত্র। আসলে মেসির এই বদলে যাওয়া রূপই বদলে দিয়েছে আর্জেন্টিনাকে।
advertisement
advertisement
মেসির বডিগার্ড বলে পরিচিত রড্রিগো ডে পল জানিয়েছেন ড্রেসিংরুমে এখন আর্জেন্টিনার বাকি ফুটবলাররা মাফিয়া মেসি নামে ডাকছেন লিওকে। তার দাদাগিরি এবং রংবাজি এই বিশ্বকাপে এক অন্য মানুষকে সামনে নিয়ে এসেছে। যিনি নিজের ভাল ইমেজ নিয়ে চিন্তিত নন। রগচটা, কুছ পরোয়া নেহি, লড়কে লেঙ্গে ইমেজ এখন যার ইউএসপি।
advertisement
ডে পলের মতই আলভারেজ থেকে শুরু করে মার্টিনেজ, অভিজ্ঞ ডি মারিয়া থেকে শুরু করে সুযোগ না পাওয়া ডিবালা - প্রত্যেকে শুধু মেসির জন্যই মাঠে জীবন দিতে প্রস্তুত। বিপক্ষে যে দল থাক, বিশ্বকাপ না নিয়ে দেশে ফেরার দুঃস্বপ্ন দেখতে রাজি নয় আর্জেন্টিনা। ফাইনালে হট ফেভারিট ফ্রান্স। এমবাপে, গ্রিজম্যান, জিরু সহ থিও, থুরাম এবং বাকিরা কতটা শক্তিশালী দেখা গিয়েছে এই বিশ্বকাপে। পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির ফরাসিদের সামনে।
advertisement
কিন্তু আর্জেন্টিনা শিবিরে কান পাতলা শোনা যাচ্ছে ফাইনালে শক্তির বদলা শক্তি, মারের বদলা মার, স্কিলের বদলা স্কিলেই নিতে চায় আর্জেন্টিনা। জীবনের শেষ ম্যাচ মনে করে রবিবার মাঠে নামবে আর্জেন্টিনা দল। হারানোর ভয় নেই তাদের। আছে নতুন ইতিহাস স্পর্শ করার হাতছানি। মেক্সিকোর অ্যাজটেক ফিরে আসবে কিনা রবিবারের লুসেইল স্টেডিয়ামে উত্তর দেবে সময়। ৩৬ বছর আগের টাইম মেশিনে ফিরে যাওয়ার সাহস দেখাচ্ছেন ওই একজন ৫ ফুট ৬ ইঞ্চির ভদ্রলোক, ' মাফিয়া মেসি '।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2022 11:02 AM IST








