Purulia News: অভাবের কাছে অসহায়তার জয়! হারিয়ে যাচ্ছে তরুণ অ্যাথলিটের স্বপ্ন, মেডেলে ধরেছে জং, সকলের কাছে সহযোগিতার করুণ আর্জি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: স্বপ্ন ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। কিন্তু হার মানতে হল অভাবের কাছে। থমকে গিয়েছে পুরুলিয়ার তরুণ অ্যাথলিট ফিলিমন টুডুর স্বপ্ন। সকলের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন তিনি।
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: আর্থিক অভাবে হারিয়ে যাচ্ছে ফিলিমন টুডুর স্বপ্ন। সংসারের হাল ধরতে খেলাধুলা ছেড়ে দিন মজুরের কাজ করেছেন তিনি। চোখে রয়েছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন। মাঠের ধুলো উড়িয়ে ১০০-২০০ মিটার দৌড় ও লং জাম্পে নজরকাড়া সাফল্য। তার ঝুলিতে রয়েছে অসংখ্য ট্রফি, মেডেল ও সার্টিফিকেট। প্রতিভা থাকলেও আর্থিক সহায়তা না পাওয়ায় মাঝপথেই থেমেছে তার খেলাধুলা। থমকে গিয়েছে তরুণ অ্যাথলিটের স্বপ্ন।
পুরুলিয়ার বলরামপুরের সাইবুড্ডি গ্রামের বাসিন্দা ফিলিমন টুডু। বয়স ২৪ বছর। খেলাধুলায় তার বিরাট প্রতিভা রয়েছে। জেলা স্তরে ও রাজ্য স্তরে বহু সফলতা পেয়েছেন। ২০১৭ সালে বলরামপুর কৃতি সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্মান তার জীবনের বিশেষ কোনও পরিবর্তন আনতে পারেনি। সংসারের চাপে বাবার সঙ্গে মুদির দোকানে বসে কিংবা দিন মজুরের কাজ করে তার জীবন জীবিকা নির্বাহ হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ আতঙ্কের দিন শেষ, বিরাট স্বস্তি চন্দ্রকোনায়! প্রশাসনের উদ্যোগে নদীবাঁধ নির্মাণ, হাঁফ ছেড়ে বাঁচল গ্রামবাসী
এ বিষয়ে ফিলিমন টুডু বলেন, ১০০-২০০ মিটার দৌড় ও লং-জাম্পে তার যথেষ্ট নামডাক হয়েছিল। কিন্তু সেভাবে কোনও সহায়তা পাননি তিনি। আর্থিক অভাবে ক্রমশ পিছিয়ে পড়তে হয় তাকে। চোখে হাজারও স্বপ্ন থাকলেও বাস্তবতার কাছে হেরে গিয়েছে সব কিছু। তবুও তিনি চাইছেন আবারও ঘুরে দাঁড়াতে। সহযোগিতার করুণ আর্জি জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রতিকারের আগে প্রতিরোধ! সাইবার প্রতারণা রুখতে জঙ্গিপুর পুলিশের বড় পদক্ষেপ, ‘সাইবার সেফ ভিলেজ’এর পথচলা শুরু
এ বিষয়ে ফিলিমনের মা সীমান্তি টুডু বলেন, ছেলের মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও অর্থের অভাবে হারিয়ে যাচ্ছে ফিলিমনের অ্যাথলিট হওয়ার স্বপ্ন। তাই যদি কোনও সহযোগিতা পাওয়া যায় তাহলে আবারও খেলাধুলার জগতে সে ফিরতে পারবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একগুচ্ছ স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন ফিলিমন। বাস্তবতার কাছে আজ সেই স্বপ্ন অধরা। মাঝেমধ্যেই বাক্স খুলে মেডেল, শংসাপত্র গুলি বের করে দেখেন তিনি। মেডেলে জং পরলেও আজও তার স্বপ্নে জং পড়েনি। সুযোগের অপেক্ষায় বলরামপুরের ফিলিমন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
December 13, 2025 9:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: অভাবের কাছে অসহায়তার জয়! হারিয়ে যাচ্ছে তরুণ অ্যাথলিটের স্বপ্ন, মেডেলে ধরেছে জং, সকলের কাছে সহযোগিতার করুণ আর্জি








