West Medinipur News: আতঙ্কের দিন শেষ, বিরাট স্বস্তি চন্দ্রকোনায়! প্রশাসনের উদ্যোগে নদীবাঁধ নির্মাণ, হাঁফ ছেড়ে বাঁচল গ্রামবাসী

Last Updated:

West Medinipur News: চন্দ্রকোনার মনোহরপুর এক ও দুই নম্বর গ্রামবাসীর দীর্ঘদিনের আতঙ্ক থেকে মুক্তি। বহুদিনের দাবি পূরণ করে প্রশাসনের তরফে শুরু হয়েছে নদী বাঁধ নির্মাণের কাজ। এবার পরিস্থিতির বদল স্পষ্ট।

+
নদী

নদী বাঁধ মেরামতির ছবি 

চন্দ্রকোনো, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চন্দ্রকোনার মনোহরপুর এক ও দুই নম্বর গ্রামে বর্ষা নামলেই যাদের রাতের ঘুম উধাও হয়ে যেত, যাদের চোখে ছিল নদী ভাঙন আর জল ঢোকার আতঙ্ক, অবশেষে সেই এলাকাগুলির মানুষ এবার পেলেন বড় স্বস্তির খবর। বহুদিনের দাবি পূরণ করে প্রশাসনের তরফে শুরু হয়েছে নদী বাঁধ নির্মাণের কাজ। বছরের পর বছর বর্ষার সময় নদীর জল ফুলে ফেঁপে ওঠায় গ্রামবাসীদের মধ্যে তৈরি হত উদ্বেগ। বাড়িঘর, চাষের জমি সবকিছুই ছিল ঝুঁকির মুখে। কিন্তু এবার পরিস্থিতির বদল স্পষ্ট।
কাজ শুরু হওয়ায় গ্রামের মানুষের মুখে ফুটেছে হাসি। আতঙ্কের স্থানে জায়গা নিয়েছে প্রত্যাশা। প্রশাসনের নির্দেশে নদীর পাড় জুড়ে চলছে বাঁধ শক্ত করার কাজ। মাটি ফেলা, বাঁধের উচ্চতা বাড়ানো, দুর্বল জায়গাগুলোকে শক্ত করে বেঁধে দেওয়া, সবকিছুই চলছে দ্রুত গতিতে। বর্ষা শুরুর আগেই যাতে এলাকা পুরোপুরি নিরাপদ হয়, সেই লক্ষ্যেই কাজের নজরদারি বাড়ানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ প্রতিকারের আগে প্রতিরোধ! সাইবার প্রতারণা রুখতে জঙ্গিপুর পুলিশের বড় পদক্ষেপ, ‘সাইবার সেফ ভিলেজ’এর পথচলা শুরু
গ্রামের প্রবীণ থেকে শুরু করে যুবক-যুবতী সকলেই বলছেন, “এবার অন্তত ভয়ের মধ্যে থাকতে হবে না। এতদিন বর্ষার সময় রাত জেগে থাকতে হতো। এবার মনে হচ্ছে সত্যিই সমাধান হবে।” অনেকেই আরও জানিয়েছেন, প্রতিবছর নদী ভাঙনের আশঙ্কায় চাষের কাজে বিনিয়োগ করতে ভয় পেতেন। কিন্তু বাঁধের কাজ শুরু হওয়ায় কৃষিকাজের উপরও নতুন আশার আলো দেখা দিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অন্ধকার পেরিয়ে আলোর দিশা, ভবঘুরেদের জন্য খোলা ​’ভালো বাসা’র দুয়ার! পৌরসভার নিরাপদ আশ্রয়ে নতুন জীবন পাবেন তাঁরা
মনোহরপুর এলাকার বাসিন্দাদের মতে, এখন যে কাজ চলছে তা সম্পূর্ণ হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা অনেকটাই দূর হবে। স্কুল, কলেজে যাতায়াত, বাজার হাট, চাষাবাদ সবকিছুই হবে আরও নিরাপদ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানুষের মুখে এখন একটাই কথা, “বর্ষা এলে জল নামবে ঠিকই, কিন্তু আর ভয়ের রাত কাটাতে হবে না।” প্রশাসনের উদ্যোগে নদী বাঁধ নির্মাণ যে গ্রামবাসীর জীবনে আশার সঞ্চার করেছে, তা স্পষ্ট তাদের স্বস্তি আর উচ্ছ্বাসে। দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে মনোহরপুর এক ও দুই নম্বর গ্রাম আজ সামনে দেখছে নতুন ভবিষ্যৎ একটি নিরাপদ, সুরক্ষিত বর্ষার দিনগুলোর প্রতিশ্রুতি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: আতঙ্কের দিন শেষ, বিরাট স্বস্তি চন্দ্রকোনায়! প্রশাসনের উদ্যোগে নদীবাঁধ নির্মাণ, হাঁফ ছেড়ে বাঁচল গ্রামবাসী
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement