অন্ধকার পেরিয়ে আলোর দিশা, ভবঘুরেদের জন্য খোলা ​'ভালো বাসা'র দুয়ার! পৌরসভার নিরাপদ আশ্রয়ে নতুন জীবন পাবেন তাঁরা

Last Updated:

East Bardhaman News: অন্ধকার পেরিয়ে নতুন আলোর দিশা। অসহায়, অবহেলিতদের জন্য নিরাপদ আশ্রয় গড়ল বর্ধমান পৌরসভা। সম্পূর্ণ বিনামূল্যে থাকা, সারাদিন পেট ভরে খাওয়া, চিকিৎসা পরিষেবা সবই মিলবে 'ভালো বাসা'য়।

+
ভালো

ভালো বাসা-র ছবি

বর্ধমান, সায়নী সরকার: অন্ধকার পেরিয়ে নতুন আলোর দিশা দেখেছেন ভূমিহীন, ভবঘুরে ও অবহেলিত মানুষরা। সারাদিন পেট ভরে খাওয়া, চিকিৎসা পরিষেবা সবই পাবেন তারা একটি ছাদের তলায়। থাকতে পারবেন নিরাপদ আশ্রয়ে। অভিনব উদ্যোগ বর্ধমান পৌরসভার। যেখানে পৌরভার তত্ত্বাবধানে ইতিমধ্যেই ভাল বাসায় আশ্রয় পেয়েছেন ২০ জন।
দিনের পর দিন ফুটপাথে কেটেছে জীবন। মাথার উপর ছিল শুধু আকাশ। নেই কোন স্থায়ী ঠিকানা অথবা নেই আপনজন। সেই ভবঘুরে, ভূমিহীন ও অবহেলিত মানুষদের পাশে এসে দাঁড়াল বর্ধমান পৌরসভা। প্রায় দু-কোটি টাকা ব্যয়ে বর্ধমানের গুডশেড রোড এলাকায় বর্ধমান পৌরসভার উদ্যোগে গড়ে উঠেছে অত্যাধুনিক তিনতলা আবাসন। যেখানে ভবঘুরে,ভূমিহীন অথবা বাড়িতে দেখার কেউ নেই এমন ৫০ জন মানুষের সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে পৌরসভা।
advertisement
আরও পড়ুনঃ কম তেল, মশলা ব্যবহারে পুষ্টিকর রান্নার প্রতিযোগিতা! ঝাঁকে ঝাঁকে এলেন মহিলারা, ২০ মিনিটের ‘জাদুতে’ পুষ্টিবিদের মন খুশ
যেখানে নেই কোন অবহেলা, অবজ্ঞা। শুধু আছে ভাল থাকা। তাই এই আবাসনের নাম দেওয়া হয়েছে ‘ভালো বাসা’ অর্থাৎ ভাল থাকার জায়গা। এই ভালো বাসায় নেই কোন বাধ্যবাধকতা। ইচ্ছা হলে সকলেই করতে পারেন নিজের মতো কাজ। আবার সারাদিন কাজের শেষে ফিরে আসতে পারবেন নিজেদের ‘ভালো বাসা’র নিরাপদ আশ্রয়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ায় প্রথমবার লুধিয়ানার শীতবস্ত্র মেলা! ২০০ টাকা থেকে কাশ্মীরের সোয়েটার, চাদর! এ সুযোগ বারবার আসবে না
সকালের জলখাবার থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার, সবই আসছে ‘মা ক্যান্টিন’-এর মাধ্যমে। সকালে এবং বিকেলে মিলছে গরম চা। ম্যানেজার উত্তম ঘোষ বলেন, শুধু খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থাই নয় তাদের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হয় এখানে। প্রতিমাসে একজন করে এমবিবিএস চিকিৎসক আসেন এখানে এবং আবাসিকদের চেকআপ করতে। যদি কোন ওষুধ প্রয়োজন হয় তা তাদের সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনের পর দিন অভুক্ত থাকা, বৃষ্টিতে ভেজা বা শীতে কষ্ট পাওয়ার সেই দিনগুলি আজ অতীত। বর্ধমান পৌরসভার ‘ভালো বাসায়’ তাদের জীবনে এসেছে এক নতুন আলোর রেখা। এখানে তারা শুধু আশ্রয় না, ফিরে পেয়েছেন সম্মান, যত্ন এবং বেঁচে থাকার এক নতুন প্রেরণা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অন্ধকার পেরিয়ে আলোর দিশা, ভবঘুরেদের জন্য খোলা ​'ভালো বাসা'র দুয়ার! পৌরসভার নিরাপদ আশ্রয়ে নতুন জীবন পাবেন তাঁরা
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement