Cyber Alert: প্রতিকারের আগে প্রতিরোধ! সাইবার প্রতারণা রুখতে জঙ্গিপুর পুলিশের বড় পদক্ষেপ, 'সাইবার সেফ ভিলেজ'এর পথচলা শুরু

Last Updated:

Murshidabad Cyber Alert: গ্রামের মানুষদের সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ উদ্যোগ নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলা। সাইবার প্রতারণামুক্ত গ্রাম গড়ে তোলার লক্ষ্যে সাগরদিঘী থানায় খোলা হল 'সাইবার সেল'। 

+
সাগরদিঘী

সাগরদিঘী সাইবার সেল

জঙ্গিপুর, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: বর্তমানে সাইবার প্রতারণা বেড়েই চলেছে। গ্রামের সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য এবার বিশেষ উদ্যোগ নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলা। ‘সাইবার সেফ ভিলেজ’ অর্থাৎ সাইবার প্রতারণামুক্ত গ্রাম গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করতে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউয়ের উদ্যোগে সাগরদিঘী থানায় খোলা হল ‘সাইবার সেল’।
সাগরদিঘির মানুষকে আর কোনওরকম সাইবার প্রতারণা সম্পর্কিত অভিযোগ জানাতে রঘুনাথগঞ্জে সাইবার ক্রাইম অফিসে যেতে হবে না। সাগরদিঘী থানাতেই  খুলে গেল সাইবার সেল। তবে শুধু সাইবার প্রতারণাই নয়, মোবাইল হারিয়ে যাওয়ার মতো অভিযোগগুলোও এখন দেখবে সাগরদিঘী  থানার এই বিশেষ সেল। সাইবার সংক্রান্ত বড় কোনও অপরাধ হলে তবেই তা পুলিশ জেলার হেডকোয়ার্টার্স দেখবে।
advertisement
আরও পড়ুনঃ জেল ফেরত বন্দিদের স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে রাজ্য সরকার, সংশোধনাগারে আবাসিকদের মাশরুম চাষের প্রশিক্ষণ
বর্তমানে ডিজিটাল মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় শুধু শহরেই নয়, সাইবার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষজনও। অনলাইনে কেনাকাটার প্রলোভন হোক বা লটারি জেতার খবর, নানাভাবে ফাঁদ পেতে রাখছে দুষ্কৃতীরা। এর সঙ্গে এখন নতুন সংযোজন হয়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে  টাকা নিয়ে নেওয়া।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সরকারি শৌচালয় ভেঙে জমি হাতানোর অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে! প্রতিবাদ করায় জখম ২, উত্তেজনা মালদহের চাঁচলে
দরিদ্র সাধারণ মানুষরা যাতে কোনওভাবে সাইবার প্রতারণার ফাঁদে পা না দেয়, তাই তাদেরকে বিশেষভাবে সচেতন করে তুলতে কাজ করবে এই সাইবার সেল। পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা ভাল। তাই গ্রামের মানুষ যাতে সাইবার প্রতারণার ফাঁদে পা না দেন তাই তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এর জন্য আমরা সাগরদিঘীর একটি নির্দিষ্ট  গ্রামকে বেছে নিয়েছি”।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, “এই গ্রাম থেকেই আমরা সাধারণ মানুষকে সাইবার সচেতনতার পাঠ দিতে শুরু করব। আমাদের উদ্দেশ্য এই গ্রামের একটিও মানুষ যাতে কোনওভাবে সাইবার প্রতারণার ফাঁদে না পরেন। এইভাবে আগামী দিন আমরা সাগরদিঘি এবং জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত প্রত্যেকটি গ্রামেই এই সচেতনতা শিবির চালাব।”
advertisement
পুলিশ সুপার জানান , তাঁদের লক্ষ্য আগামীদিনে এই পুলিশ জেলার সমস্ত গ্রামকে  ‘সাইবার সেফ’ হিসেবে গড়ে তোলা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Alert: প্রতিকারের আগে প্রতিরোধ! সাইবার প্রতারণা রুখতে জঙ্গিপুর পুলিশের বড় পদক্ষেপ, 'সাইবার সেফ ভিলেজ'এর পথচলা শুরু
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement