Mushroom Farming: জেল ফেরত বন্দিদের স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে রাজ্য সরকার, সংশোধনাগারে আবাসিকদের মাশরুম চাষের প্রশিক্ষণ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Jhargram Mushroom Farming: সংশোধনাগারে থাকা আবাসিকদের জন্য দারুণ উদ্যোগ রাজ্য সরকারের। কারা দফতরের সহযোগিতায় ঝাড়গ্রাম সংশোধনাগারের আবাসিকদের স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ঝাড়গ্রাম, রঞ্জন চন্দ: বিভিন্ন ক্ষেত্রে অপরাধে লিপ্তদের সংশোধনের জন্য রাখা হয় সংশোধনাগারে। সংশোধনাগারে সাজা কাটানোর পর স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ সমস্যা সৃষ্টি হয় তাদের। স্বাভাবিক ছন্দে কাজ পাওয়া, কিংবা সমাজে অন্যদের সঙ্গে মেলামেশা করা সহজসাধ্য হয় না। এই অবস্থা থেকে মুক্তি দিতে এবং তারা যাতে স্বাভাবিক ছন্দে রোজগার করতে পারেন তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কারা বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন বিভাগ।
আবাসিকদের এবার সংশোধনাগারেই দেওয়া হচ্ছে স্বনির্ভরতার পাঠ। তাদের আগামীতে স্বনির্ভর করে তুলতে এবার ঝাড়গ্রাম জেলায় অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশোধনাগারে আবাসিকদের স্বনির্ভরতায় মাশরুম চাষের দিশা দেখাচ্ছে কারা ও উদ্যান পালন দফতর।
আরও পড়ুনঃ অন্ধকার পেরিয়ে আলোর দিশা, ভবঘুরেদের জন্য খোলা ’ভালো বাসা’র দুয়ার! পৌরসভার নিরাপদ আশ্রয়ে নতুন জীবন পাবেন তাঁরা
বিচারাধীন আবাসিকরা সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার পর পুরনো কাজে ফিরতে পারে না অনেকেই। সংশোধনাগারে থাকার কারণে সমাজের বহু মানুষ তাদের আসামির চোখে দেখে বলেই অভিযোগ। ফলে মূল স্রোতে ফিরতে বাধা পেতে হয় সংশোধনাগার থেকে মুক্তি হওয়া আবাসিকদের। সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার পর আর্থিক রোজগারে যাতে সমস্যা না সৃষ্টি হয় তাই, সাজাপ্রাপ্ত ও বিচারাধীনদের স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষের দিশা দেখাচ্ছে কারা বিভাগ ও উদ্যান পালন দফতর। ঝাড়গ্রাম জেলা বিশেষ সংশোধনাগারে এবার স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কম তেল, মশলা ব্যবহারে পুষ্টিকর রান্নার প্রতিযোগিতা! ঝাঁকে ঝাঁকে এলেন মহিলারা, ২০ মিনিটের ‘জাদুতে’ পুষ্টিবিদের মন খুশ
ঝাড়গ্রাম জেলা বিশেষ সংশোধনাগারের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন আবাসিকদের ঝাড়গ্রাম জেলা উদ্যান পালন দফতরের সহযোগিতায় সংশোধনাগারের উদ্যোগে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা বিশেষ সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, সাত জন মহিলা-সহ ২০৫ জন আবাসিক রয়েছে সংশোধনাগারে। প্রথম পর্যায়ে ৫০ জন আবাসিককে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন আবাসিক আরও ৫০ জনকে মাশরুম চাষের প্রশিক্ষণ দেবে। এইভাবেই সকল আবাসিককে মাশরুম চাষে দক্ষ করে তোলা হবে বলে দাবি সংশোধনাগার কর্তৃপক্ষের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আয়তায় জেলা উদ্যান পালন দফতর মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়েছে। জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক তামসী কোলে বলেন, ‘বিশেষ প্রজাতির মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৫০ জন আবাসিককে। মাশরুম চাষের ১০০টি ব্যাগও তুলে দেওয়া হয়েছে। এক একটি ব্যাগ থেকে দুই থেকে আড়াই কেজি মাশরুম উৎপন্ন হবে। মাশরুম চাষের পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়েছে। যেন তারা অন্যদেরও সহজে শেখাতে পারে।’
advertisement
প্লাস্টিকের ব্যাগের মধ্যে খড়কুটো ও মাশরুম বীজ পর্যায়ক্রমে সাজিয়ে নিয়মত জল স্প্রে করলেই, ২০ থেকে ২১ দিনের মধ্যে মাশরুম উৎপন্ন হয়ে যায়। ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারের সুপার রাজেশ কুমার মন্ডল বলেন, ‘সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর পুরোনো কাজে ফেরত যেতে পারেন না অনেকে। তাই কারা দফতরের সহযোগিতায় আবাসিকদের উদ্যান পালন দফতরের উদ্যোগে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রাপ্ত আবাসিকরা আগামীদিনে অন্যান্যদেরও প্রশিক্ষণ দেবে’।
advertisement
সংশোধনাগারে একটি ঘরকে মাশরুম চাষের জন্য তৈরি করা হয়েছে। সেখানেই সারা বছর ধরে প্রশিক্ষণ ও মাশরুম চাষ চলবে। ফলে ভাল পরিমাণে মাশরুম উৎপাদন হবে বলে আশাবাদী সংশোধনাগার কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
December 13, 2025 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mushroom Farming: জেল ফেরত বন্দিদের স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে রাজ্য সরকার, সংশোধনাগারে আবাসিকদের মাশরুম চাষের প্রশিক্ষণ









