রোনাল্ডোকে বাদ দেওয়া পর্তুগাল কোচের চাকরি যাচ্ছে! ভাসছে মোরিনহোর নাম
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Fernando Santos Portugal manager to be sacked as Fonseca and Jose Mourinho could replace him. রোনাল্ডোকে বাদ দেওয়া পর্তুগাল কোচের চাকরি যাচ্ছে! ভাসছে মোরিনহোর নাম
#লিসবন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপে খালি হাত থেকে বিদায়ের পেছনে অনেকে দায়ী করেছিলেন তাকে। সুইজারল্যান্ড ম্যাচে রোনালদোকে নামিয়েছিলেন ৭০ মিনিটে। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোকে নিয়ে এসেছিলেন ৫২ মিনিটে। সুইজারল্যান্ড ম্যাচে তরুণ স্ট্রাইকার গঞ্জালো রামোস হ্যাটট্রিক করেছিলেন।
পর্তুগাল জিতেছিল ৬-১ ব্যবধানে। তবে মরক্কোর বিরুদ্ধে অসংখ্য সুযোগ তৈরি করেও লাভ হয়নি। হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই পর্তুগিজ হেড কোচ ফার্নান্দো স্যানটোসের এবার চাকরি যাওয়া পাকা। স্পেনের সংবাদ মাধ্যম জানিয়েছে ৮ বছর ধরে দেশের দায়িত্বে থাকা ম্যানেজারকে ছেড়ে দিতে চলেছে তারা।
সম্মান রক্ষার ক্ষেত্রে তাকে পদত্যাগ করতে বলা হবে। না শুনলে বাতিল করা হবে চুক্তি। ম্যানেজার হিসেবে অবশ্য পর্তুগালকে ইউরোপ সেরা করেছিলেন তিনি। নেশনস লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। তবে সেটা শুধু কোচের কৃতিত্ব মানতে চান না অনেকেই। এর পেছনে রোনাল্ডোর অবদান কম নয়।
advertisement
advertisement
🚨 Portugal boss Fernando Santos is set to be sacked after their World Cup quarter-final exit and Lille manager Paulo Fonseca is a candidate to replace him.🇵🇹 pic.twitter.com/q42NaKj5up
— Ekrem KONUR (@Ekremkonur) December 15, 2022
শেষ সম্মানটা তিনি দেননি পর্তুগীজ তারকাকে। তার এমন উদ্ভট সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন লুইস ফিগোর মতো পর্তুগিজ কিংবদন্তি ফুটবলার। পর্তুগিজ ফেডারেশন দুজন ম্যানেজারের নাম ভাবনা চিন্তা করছে। প্রথমজন ফনসেকা, দ্বিতীয় জন হোসে মরিনহো।
advertisement
মরিনহো নিজে পর্তুগিজ হলেও জাতীয় দলের দায়িত্ব আগে পালন করেননি। যদিও ক্লাব ম্যানেজার হিসেবে তিনি কিংবদন্তি। অন্যদিকে ফনসেকা অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও, আক্রমনাত্মক ফুটবল খেলাতে ভালোবাসেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 15, 2022 10:57 PM IST







