Travel News: বড়দিনের আগেই 'হাউসফুল'! চিলাপাতা জঙ্গলে হচ্ছেটা কী? উপচে পড়েছে পর্যটকদের ভিড়  

Last Updated:
Travel News: বড়দিনের আগে পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। আলিপুরদুয়ার জেলার পর্যটন কেন্দ্র জলদাপাড়া, চিলাপাতায় দেখা গিয়েছে পর্যটকদের। হোটেল, হোম স্টে-তেও দেখা গিয়েছে ফুল বুকিং।
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে: বড়দিনের আগে পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। আলিপুরদুয়ার জেলার পর্যটন কেন্দ্র জলদাপাড়া, চিলাপাতায় দেখা গিয়েছে পর্যটকদের। হোটেল, হোম স্টে-তেও দেখা গিয়েছে ফুল বুকিং।
আলিপুরদুয়ার, অনন্যা দে: বড়দিনের আগে পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। আলিপুরদুয়ার জেলার পর্যটন কেন্দ্র জলদাপাড়া, চিলাপাতায় দেখা গিয়েছে পর্যটকদের। হোটেল, হোম স্টে-তেও দেখা গিয়েছে ফুল বুকিং।
advertisement
2/5
সামনে উৎসবের দিন, মন এখন ঘুরতে যাওয়ার জন্য আনচান করবে সেটাই স্বাভাবিক। বড়দিন, নতুন বছরের শুরু একটু ঘোরাঘুরি করেই কাটাতে চান পর্যটকরা। কিছু পর্যটক ঘুরতে যাওয়ার জন্য পাহাড় পছন্দ করেন আবার কেউ অরণ্য।
সামনে উৎসবের দিন, মন এখন ঘুরতে যাওয়ার জন্য আনচান করবে সেটাই স্বাভাবিক। বড়দিন, নতুন বছরের শুরু একটু ঘোরাঘুরি করেই কাটাতে চান পর্যটকরা। কিছু পর্যটক ঘুরতে যাওয়ার জন্য পাহাড় পছন্দ করেন আবার কেউ অরণ্য।
advertisement
3/5
সবুজ অরণ্য, বন্য জন্তু, জানা -অজানা পাখি দেখতে পর্যটকরা আসছেন চিলাপাতায়।এই জঙ্গল বেড়াতে এসে নল রাজার গড় হয়ে উঠবে আপনাদের কেন্দ্রবিন্দু।যদিও সম্পূর্ণ গড় ঘুরে দেখতে পারবেন না আপনি। কারণ সংস্কারের কাজ বাকি। তবে গড়ের প্রবেশ দ্বার, উঁচু পাঁচিল দেখতে পাবেন।
সবুজ অরণ্য, বন্য জন্তু, জানা -অজানা পাখি দেখতে পর্যটকরা আসছেন চিলাপাতায়।এই জঙ্গল বেড়াতে এসে নল রাজার গড় হয়ে উঠবে আপনাদের কেন্দ্রবিন্দু।যদিও সম্পূর্ণ গড় ঘুরে দেখতে পারবেন না আপনি। কারণ সংস্কারের কাজ বাকি। তবে গড়ের প্রবেশ দ্বার, উঁচু পাঁচিল দেখতে পাবেন।
advertisement
4/5
সন্ধ্যাবেলায় চিলাপাতা পয়েন্টর সামনে উপভোগ করতে পারবেন রাভা বস্তির মহিলাদের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান। তাঁদের হাতের তৈরি খাবার খাওয়ার সুযোগ পাবেন। বন্যপ্রাণীদের আরও কাছ থেকে দেখতে হলে চিলাপাতা থেকে কিছুটা দূরে আসতে হবে কোদালবস্তিতে। এখানে সিসি লাইন থেকে দেখা যাবে কাছ থেকে বন্য প্রাণীদের।
সন্ধ্যাবেলায় চিলাপাতা পয়েন্টর সামনে উপভোগ করতে পারবেন রাভা বস্তির মহিলাদের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান। তাঁদের হাতের তৈরি খাবার খাওয়ার সুযোগ পাবেন। বন্যপ্রাণীদের আরও কাছ থেকে দেখতে হলে চিলাপাতা থেকে কিছুটা দূরে আসতে হবে কোদালবস্তিতে। এখানে সিসি লাইন থেকে দেখা যাবে কাছ থেকে বন্য প্রাণীদের।
advertisement
5/5
পর্যটন ব্যবসায়ী দিলীপ ওরাও জানান,
পর্যটন ব্যবসায়ী দিলীপ ওরাও জানান, "পর্যটকদের জলদাপাড়া, চিলাপাতার জঙ্গল সব সময়ের পছন্দ। মাঝে পর্যটন মরশুম হওয়া স ত্বেও বুকিং ছিল না।কিন্তু আবার পর্যটক আসছে। নতুন বছরের শুরু ভাল কাটবে, এই আশা রাখছি।"
advertisement
advertisement
advertisement