#ইতালি: ইতালির জনপ্রিয় ভলিবল প্লেয়ার রবার্তো কেজানিগা অনলাইন (Roberto Cazzaniga) প্রতারণার ফাঁদে পড়েছেন ৷ আসলে যেন ব্রাজিলিয়ান মডেলের প্রেমে পড়ে ভার্চুয়ালি ডেট করছিলেন তিনিই দিলেন ফাঁসিয়ে ৷ সেই মডেলের নজর প্রেমে নয় প্রেমিকের টাকাতে ছিল ৷ কিন্তু সত্যি যখন প্রকাশ্যে আসে তখন সব শেষ হয়ে যায় ৷ অ্যালেসেন্ড্রা এম্ব্রোসিও-র (Alessandra Ambrosio) নামে সোশ্যাল মিডিয়ায় এক মডেলের সঙ্গে পরিচয় হয় ৷ আসলে সেই মডেলের বয়স ছিল ৫০ বছর ৷
এখানেই সেষ নয় রবার্তো ওই মহিলার জন্য ৬ কোটি টাকা নিঃশেষ করেন ৷ রবার্তো কেজানিগা ইতালির দ্বিতীয় ডিভিশনে ভলিবল খেলেন ৷ তাঁর মনে হয়েছিল ব্রাজিলীয় মডেল অ্যালেসেন্ড্রা এম্ব্রোসিও-র (Alessandra Ambrosio)-এর সঙ্গে ইন্টারনেটে ডেট করছেন ৷ যদিও তাঁদের কোনও দিনও মুখোমুখি আলাপ হয়নি ৷ আসলে নিজের নাম অ্যালেসেন্ড্রা এম্ব্রোসিও-র (Alessandra Ambrosio) বলেছিলেন কিন্তু তিনি কোও এক মডেল রোবোর্ট লির সঙ্গে ডেট করছিলেন ৷
যাঁর সঙ্গে আইসল্যান্ড হাওয়াই (Hawaii)-এ ছুটি কাটাচ্ছিলেন ৷ ইতালির এক টিভি চ্যানেলে রবার্তো কেজানিগা (Roberto Cazzaniga) জানিয়েছেন ২০০৮ সাল এক বন্ধু এই মডেলের নম্বর দিয়েছিলেন যাঁর কথিত নাম মায়া ছিল ৷ রবার্তো কেজানিগা (Roberto Cazzaniga) তাঁর কথায় বিশ্বাস করেন ৷ বিভিন্ন রকমের বাহান করতে থাকেন মহিলা দিনের পর দিন নিজের অসহায়তা দেখিয়ে টাকা নিয়েছেন রবার্তো কেজানিগা (Roberto Cazzaniga) জানিয়েছেন এখনও পর্যন্ত তিনি ওই মহিলার অ্যাকাউন্টে ৬ কোটি টাকা ট্রান্সফার করেছিলেন ৷
আরও পড়ুন: Viral Video: নিজে জানাননি, কিন্তু ‘এই’ সুন্দরী ফাঁস করলেন Shardul Thakur Engagement-র ভিডিও
রবার্তো কেজানিগা (Roberto Cazzaniga) যখনই ওই মহিলার সঙ্গে দেখা করার কথা বলতেন তখন কোনও না কোনও বাহানা দিয়ে দিতেন তিনি ৷ রবার্তো কেজানিগা (Roberto Cazzaniga) জানিয়েছিলেন ওই মহিলার কণ্ঠস্বর শুনেই প্রেমে পড়েছিলেন তিনি ৷ এই কারণেই তিনি রোজ ওই মহিলার সঙ্গে কথা বলতেন ৷ এই মামলাটি প্রকাশ্যে আসে তখন জানতে পারা গিয়েছে এই প্রতারণায় ৩ জন যুক্ত ছিলেন ৷
রবার্তো কেজানিগা (Roberto Cazzaniga) তাঁর বন্ধু ম্যানুএলা, তাঁর বয়ফ্রেন্ড ও সার্ডিনিয়ার এক ৫০ বছরের মহিলা ৷ যাঁর নাম ওলেরিয়া, যিনি ফোনে ফোনে অ্যালেসেন্ড্রার নামে নাটক করতেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Roberto Cazzaniga