Rahul Dravid: রাহুল দ্রাবিড় কানপুরের গ্রাউন্সম্যানকে দিয়েছেন ৩৫ হাজার টাকা, মন ছুঁয়ে গেল মুহূর্তেই

Last Updated:

IndVsNz|Rahul Dravid|1st Test Match|Kanpur Green Park Stadium: ফের রাহুল দ্রাবিড় প্রমাণ করলেন কেন তিনি এত নিরপেক্ষ, কেন তিনি এত নির্লিপ্ত

রাহুল দ্রাবিড় ৷ ফাইল ছবি ৷
রাহুল দ্রাবিড় ৷ ফাইল ছবি ৷
#কানপুর: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বিরল কীর্তিতে ফের একবার প্রমাণিত হল ক্রিকেট ভদ্রলোকের খেলা ৷ কেনান শিব কুমাররে (Shiv Kumar) নেতৃত্বে কানপুরের (Kanpur) গ্রীনপার্ক (Green Park) স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৷
advertisement
কিন্তু দারুণ পিচ তৈরির জন্য রাহুল দ্রাবিড় কর্মচারীদের ব্যক্তিগত ভাবে ৩৫,০০০ টাকা সাম্মানিক দিয়েছেন ৷ ভারতীয় বংশভূত এজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra) সোমবার কানপুর টেস্টে দারুণ খেলেছেন শেষ উইকেটে লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে আয়োজক দেশের কাছে নিশ্চিত হার থেক নিউজিল্যান্ডকে বাঁচিয়েছেন ৷
advertisement
উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (UPCA) খেলার পরে প্রেসবক্সে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় গ্রাউন্সম্যানদের কাজে খুশি হয়ে ৩৫,০০০ টাকার সম্মানিক পুরস্কার দিয়েছেন ৷ ক্রিকেটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) চিরকালই নিরপেক্ষতার সঙ্গে নিজের খেলা খেলতেন ৷ সেই ধারাবাহিকা আজও বজায় রাখলেন রাহুল (Rahul Dravid) পিচ এমতটাই ভাল ছিল যে পঞ্চম দিনেও ব্যাটসম্যান ও বোলারদের জন্য সমান ভাবেই উপাদান ছিল ৷
advertisement
এই পিচে সুন্দর টেকনিক দেখিয়েছেন শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, টম লাথম, উই ইয়ং ব্যাটম্যানেরা রান করেছন অন্যদিকে টিম সাউদি, কাইল জেমিসন, ভারতীয় টপ অর্ডারকে নাজেহাল করেছে ৷ এই পিচ থেকে ভারতীয় স্পিনারেরা বিশেষ সুবিধা পেয়েছেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rahul Dravid: রাহুল দ্রাবিড় কানপুরের গ্রাউন্সম্যানকে দিয়েছেন ৩৫ হাজার টাকা, মন ছুঁয়ে গেল মুহূর্তেই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement