হোম /খবর /খেলা /
নিজে জানাননি, কিন্তু ‘এই’ সুন্দরী ফাঁস করলেন শার্দুলের এনগেজমেন্টের ভিডিও,ভাইরাল

Viral Video: নিজে জানাননি, কিন্তু ‘এই’ সুন্দরী ফাঁস করলেন Shardul Thakur Engagement-র ভিডিও

Viral Video: Shardul Thakur and Mittali Parulkar engagement- Photo Courtesy- Instagram/ Video Grab

Viral Video: Shardul Thakur and Mittali Parulkar engagement- Photo Courtesy- Instagram/ Video Grab

দেখুন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) শার্দুল ঠাকুরের এনগেজমেন্টের (Shardul Thakur engagement) রোমান্টিক ভাইরাল ভিডিও (Viral Video)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur) গার্লফ্রেন্ড মিতালি পারুলকরের (Mittali Parulkar)  সঙ্গে এনগেজমেন্ট (Shardul Thakur Engagement) হয়৷ মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে এনগেজমেন্ট  (Sharul Mittali Engagement) অনুষ্ঠান হয়৷  এই অনুষ্ঠানে দুই পক্ষেরই কাছের মানুষেরা হাজির হয়েছিলেন৷ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) শার্দুল ঠাকুর অবশ্য নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে নিজের এনগেজমেন্টের কোনও খবর দেননি, দেননি কোনও ছবিও৷ কিন্তু তাতে কি দীপক চাহারের বোন মালতী চাহার সব সিক্রেট ফাঁস করে দিয়েছেন৷ তাঁদের রোমান্টিক ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে৷

ভারতীয় ক্রিকেট দলের পেসার দীপক চাহারের সুন্দরী বোন মালতী চাহার এই অনুষ্ঠানে হাজির ছিলেন৷ তিনিই শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও তাঁর বাগদত্তার এনগেজমেন্টের (Shardul Thakur engagement) ছবি ও ভিডিও পোস্ট করেন৷ তাঁদের শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি অনেক ভালোবাসাও জানিয়েছেন৷ দেখুন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) শার্দুল ঠাকুরের এনগেজমেন্টের (Shardul Thakur engagement)ভাইরাল ভিডিও  (Viral Video)৷

আরও পড়ুন - Gautam Gambhir Death Threat: ‘‘দিল্লি পুলিশের মধ্যেই লোক আছে, বাঁচতে পারবে না’’, ফের প্রাণনাশের হুমকি ইমেল পেলেন গম্ভীর

মালতী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এনগেজমেন্টের যে রোমান্টিক ভিডিও শেয়ার করেছেন তা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও (Viral Video)৷ শার্দুল ঠাকুর (Shardul Thakur) রোমান্টিক আন্দাজে রয়েছেন যা খুবই পছন্দ করছেন৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের এনগেজমেন্টের (Shardul Thakur engagement) ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে৷ ফ্যানরাও নতুন এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন৷ এক নেটিজেন লিখেছেন লর্ড শার্দুল দেবীর সঙ্গে৷ দুজনকে অনেক শুভকামনা৷

আরও পড়ুন - India vs NZ: রবীন্দ্র জাদেজার জাদুতেও কামাল হল না, রচিন রবীন্দ্রর ব্যাটে প্রথম টেস্ট ড্র

শার্দুল ও মিতালি এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (Viral Video) হয়েছে৷ দুই জুটি পঞ্জাবি গানে কোমর দোলাচ্ছেন৷ খবর অনুযায়ি শার্দুল ঠাকুর ও মিতালি আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিয়ে করবেন৷ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) শার্দুল ঠাকুরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই৷ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তাঁকে এই সিরিজে বিশ্রাম দিয়েছেন৷ তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডিসেম্বর সিরিজে খেলবেন আশা করা হচ্ছে৷ আফ্রিকা যাওয়ার সম্ভবনা তাঁর উজ্জ্বল৷ তাঁর ভারতের এ দলের হয়ে খেলতে হবে৷

অলরাউন্ডার ভারতের হয়ে ৪ টি টেস্ট খেলেন৷ ১৫ টি ওয়ানডে এবং ২৪ টি টোয়েন্টি খেলেছেন৷ ৬৭ উইকেট নিয়েছেন তিনি৷

Published by:Debalina Datta
First published:

Tags: Indian Cricket Team, Shardul Thakur, Viral Video