Gautam Gambhir Death Threat: ‘‘দিল্লি পুলিশের মধ্যেই লোক আছে, বাঁচতে পারবে না’’, ফের প্রাণনাশের হুমকি ইমেল পেলেন গম্ভীর

Last Updated:

Gautam Gambhir Death Threat: এই নিয়ে তৃতীয়বার প্রাণনাশের হুমকি (Death Threat) পেলেন৷ এবারের হুমকিতে বলা হয়েছে আইএসআইএস কাশ্মীরের (ISIS Kashmir) পক্ষ থেকে এই ইমেল৷ তাঁর বাড়ির বাইরে যতই সুরক্ষাবলয় বাড়ানো হক তাঁকে তাঁরা বাঁচাতে পারবে না৷

Gautam Gambhir Death Threat: delhi bjp mp gautam gambhir receives 3rd threat email
Gautam Gambhir Death Threat: delhi bjp mp gautam gambhir receives 3rd threat email
#নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টির সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে (BJP MP Gautam Gambhir) খুনের হুমকি দেওয়া ই-মেলের রহস্যের সমাধান করেছে পুলিশ, এই খবরের তিনদিনের মধ্যেই ফের প্রাণনাশের হুমকি (Gautam Gambhir Death Threat) পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)৷  ২৮ নভেম্বর গভীর রাতে তিনি এই হুমকি ইমেল পান৷ এই নিয়ে তৃতীয়বার প্রাণনাশের হুমকি (Death Threat) পেলেন৷ এবারের হুমকিতে বলা হয়েছে আইএসআইএস কাশ্মীরের (ISIS Kashmir) পক্ষ থেকে এই ইমেল৷ তাঁর বাড়ির বাইরে যতই সুরক্ষাবলয় বাড়ানো হক তাঁকে তাঁরা বাঁচাতে পারবে না৷ দিল্লি পুলিশের উল্লেখ করেই বলা হয়েছে পুলিশের মধ্যেই তাদের খবর দেওয়ার লোক রয়েছে৷
এদিকে এর আগে  ২৫ নভেম্বর  দিল্লি পুলিশের সাইবার সেলের আধিকারিকরা বলেছিলেন, এই হুমকি ইমেলগুলি পাকিস্তানের এক ছাত্র পাঠিয়েছিল। উল্লেখ্য, গৌতম গম্ভীরকে দুটি মেইল ​​পাঠানো হয়েছিল, যাতে তাকে হত্যার হুমকি (Gautam Gambhir Death Threat) দেওয়া হয়েছিল। প্রথমে বলা হয়েছিল, আইএসআইএস কাশ্মীর (ISIS Kashmir) এই দুটি হুমকি মেল পাঠিয়েছে।
পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) গৌতম গম্ভীর (Gautam Gambir)  জীবন নাশের হুমকি  (Death Threat) পেলেন৷  প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে (Indian Cricketer) আইএসআইএস কাশ্মীরের (ISIS Kashmir) তাঁকে প্রাণে মারার হুমকি দিল৷ গৌতম গম্ভীর (Gautam Gambir) দিল্লি পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন৷ তিনি অভিযোগ করেছেন তাঁকে আইএসআইএস কাশ্মীর প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে৷ ডিসিপি সেন্ট্রাল শ্বেতা চৌহান জানিয়েছেন এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে৷  সাংসদ গৌতম গম্ভীরের বাড়ির বাইরের সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে৷
advertisement
advertisement
সিএনএন-নিউজ 18 দিল্লি পুলিশের বড় সূত্র থেকে তথ্য পেয়েছে, গম্ভীরকে দুটি ইমেলই পাকিস্তানের করাচি থেকে করা হয়েছিল। এই মেইল তাঁকে করেছিল শাহিদ হামিদ নামে এক ব্যক্তি। বলা হচ্ছে, এই যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আর সে সিন্ধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷
advertisement
গম্ভীরকে পাঠানো ই-মেলে লেখা ছিল, 'আমরা তোমাকে এবং তোমার পরিবারকে মৃত্যুদণ্ড দেব। দ্বিতীয় ইমেলে গম্ভীরের বাড়ির বাইরে থেকে একটি ভিডিওও পাঠানো হয়েছিল এবং তাতে লেখা ছিল, 'আমরা তোমাকে মারতে চেয়েছিলাম। কিন্তু তুমি গতকাল বেঁচে গিয়েছ। তুমি যদি নিজের জীবন এবং আপনার পরিবারকে ভালোবাস তবে রাজনীতি এবং কাশ্মীর সমস্যা থেকে দূরে থাকো।
advertisement
২৪ নভেম্বর প্রথমবার গৌতম গম্ভীরকে  (Gautam Gambir) প্রাণে মেরে ফেলার হুমকির (Death Threat) বিষয়টি সামনে আসে৷  ইমেল করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে৷ এই মেলের পরে দিল্লি পুলিশ গৌতম গম্ভীরের বাড়ির বাইরে সুরক্ষা আরও কঠিন করে দিয়েছে৷ ডিএসপি সেন্ট্রাল শ্বেতা চৌহান বলেছেন, ‘আইএসআইএস কাশ্মীর’ থেকে পেয়েছে৷ তিনি জানিয়েছেন এই মামলার তদন্ত চলছে৷ চৌহান জানিয়েছে গম্ভীর দিল্লি পুলিশকে এই বিষয়ে তথ্য দিয়েছেন
advertisement
গৌতম গম্ভীর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট থেকে পূর্ব দিল্লি সংসদীয় ক্ষেত্র থেকে ভোটে জিতেছিলেন৷ গম্ভীর বিভিন্ন বিষয়েই সোজা সাপ্টা নিজের রায় রাখেন৷ তিনি বিভিন্ন বিষয়ের পাশাপাশি আতঙ্কবাদ নিয়েও কথা বলেন৷ গম্ভীর ২০১১ -র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricketer) সদস্য৷
গম্ভীরের বিপক্ষের নেতাদের সঙ্গেও বিভিন্ন সময়ে কথার তরজায় মাতেন৷ সম্প্রতি নভজোত সিং সিধুর সঙ্গেও তিনি বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন৷  সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজের বড় ভাই বলেন৷ তাই গৌতম গম্ভীর তাঁকে বলেছিলেন নিজের সন্তানদের সীমার ওপারে পাঠিয়ে দিয়ে যেন এই কথা বলেন৷ তিনি বলেন ভারত স্বাধীনতার ৭০ বছরেও পাকিস্তানের প্রযোজিত আতঙ্কবাদের শিকার৷ এবং তার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে৷ সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিজের বড় ভাই বলা লজ্জার৷
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir Death Threat: ‘‘দিল্লি পুলিশের মধ্যেই লোক আছে, বাঁচতে পারবে না’’, ফের প্রাণনাশের হুমকি ইমেল পেলেন গম্ভীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement