#লখনউ: রবিবার উত্তরপ্রদেশে হুলূস্থুল৷ ২৮ নভেম্বর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শিক্ষক নিয়োগের পরীক্ষা (TET) স্থগিত করে দেওয়া হল৷ ইউপিটেটের (UPTET) প্রশ্নপত্র ফাঁসের (Question Paper Leaked) জেরে এভাবে পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হতে হল৷ হোয়াটসঅ্যাপে (Whatsapp) প্রশ্নপত্র লিক (Question Paper Leaked) হয়ে ভাইরাল (Viral) হয়ে যায়৷ এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এসটিএফের মেরঠ ইউনিট ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে নিয়েছে৷ টেট (TET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের (Question Paper Leaked) ঘটনায় তিন যুবকেরই জড়িত থাকার অভিযোগ উঠেছে৷
প্রাপ্ত খবর অনুযায়ি পরীক্ষার্থীদের পেপার দিতে যাচ্ছিল অভিযুক্তরা৷ তখনই এসটিএফ তাদের ধরে৷ এই পরীক্ষা দুটি অর্ধে হওয়ার কথা ছিল৷ সকাল ১০ টা থেকে ১২.৩০ অবধি এবং অন্যটি দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৫ টা অবধি৷ প্রশ্নপত্র লিক (Question Paper Leaked) হওয়ার পরে দুটি পর্বের পরীক্ষাই স্থগিত করে দেওয়া হয়৷ উত্তরপ্রদেশের এডিজি- ল অ্যান্ড অর্ডার প্রশান্ত কুমার জানিয়েছেন এই টেট (TET) পরীক্ষা ফের সামনের মাসে নতুন তারিখ নির্ধারণ করে আয়োজন করা হবে৷ তবে কবে হবে পরীক্ষা তার তারিখ এখনও চূড়ান্ত হয়নি৷
আরও পড়ুন - Old man rapes teenager girl: মা বলল মেনে নাও, মায়ের বৃদ্ধ প্রেমিক একাধিকবার Rape করল Teenage Girl-কে
প্রশান্ত কুমার জানিয়েছেন ইউপি টেট (UPTET Exam) প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে লিক (Question Paper Leaked) করা হয়৷ যার কারণে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে৷ এবার পরীক্ষা এক মাস বাদে হবে৷ এই ঘটনায় এসটিএফ একাধিক জায়গায় রেড করেছে৷ প্রয়াগরাজ এবং পশ্চিমী উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে৷ এইভাবে টেটে-র (TET) প্রশ্নপত্র ফাঁসের (Question Paper Leaked) ঘটনায় পরীক্ষা আয়োজনকারী এজেন্সিও সন্দেহের আওতায় এসে গেছে৷ এই পরীক্ষা আয়োজক এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে৷
আরও পড়ুন - Kerala Model Death Case: একইসঙ্গে দুই সুন্দরী মডেলের মর্মান্তিক মৃত্যু, খুন নাকি অ্যাক্সিডেন্ট!
টেট (TET) পরীক্ষা রদ হয়ে যাওয়ায় রাজ্য শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী জানিয়েছেন এই মামলা গম্ভীরতার সঙ্গে তদন্ত করে দেখা হবে৷ দুই পর্বের পরীক্ষাই রদ করে দেওয়া হবে৷ বেসিক শিক্ষা বিভাগের প্রধান সচিব দীপক কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে ়যে আধিকারিকদের ভুলে এই ভাবে হোয়াটসঅ্যাপে (Whatsapp) প্রশ্নপত্র লিক (Question Paper Leaked) হয়ে ভাইরাল (Viral) হয়েছে তাঁদের চিহ্নিত করে কঠিনতম শাস্তি দেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।