TET Exam Question Paper Leaked:টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হল হোয়াটসঅ্যাপে, উত্তরপ্রদেশে তুলকালাম

Last Updated:

TET Exam Question Paper Leaked:রবিবার উত্তরপ্রদেশে হুলূস্থুল৷ ২৮ নভেম্বর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শিক্ষক নিয়োগের পরীক্ষা (TET) স্থগিত করে দেওয়া হল৷

uptet 2021 exam: Test cancelled after question paper leakedand goes viral on whatsapp- Photo-Representative
uptet 2021 exam: Test cancelled after question paper leakedand goes viral on whatsapp- Photo-Representative
#লখনউ: রবিবার উত্তরপ্রদেশে হুলূস্থুল৷ ২৮ নভেম্বর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শিক্ষক নিয়োগের পরীক্ষা  (TET) স্থগিত করে দেওয়া হল৷ ইউপিটেটের (UPTET) প্রশ্নপত্র ফাঁসের (Question Paper Leaked)  জেরে এভাবে পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হতে হল৷ হোয়াটসঅ্যাপে (Whatsapp) প্রশ্নপত্র লিক  (Question Paper Leaked) হয়ে ভাইরাল (Viral) হয়ে যায়৷ এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এসটিএফের মেরঠ ইউনিট ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে নিয়েছে৷ টেট  (TET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের (Question Paper Leaked) ঘটনায় তিন যুবকেরই জড়িত থাকার অভিযোগ উঠেছে৷
প্রাপ্ত খবর অনুযায়ি পরীক্ষার্থীদের পেপার দিতে যাচ্ছিল অভিযুক্তরা৷ তখনই এসটিএফ তাদের ধরে৷ এই পরীক্ষা দুটি অর্ধে হওয়ার কথা ছিল৷ সকাল ১০ টা থেকে ১২.৩০ অবধি এবং অন্যটি দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৫ টা অবধি৷ প্রশ্নপত্র লিক  (Question Paper Leaked)  হওয়ার পরে দুটি পর্বের পরীক্ষাই স্থগিত করে দেওয়া হয়৷ উত্তরপ্রদেশের এডিজি- ল অ্যান্ড অর্ডার প্রশান্ত কুমার জানিয়েছেন এই টেট (TET)   পরীক্ষা ফের সামনের মাসে নতুন তারিখ নির্ধারণ করে আয়োজন করা হবে৷ তবে কবে হবে পরীক্ষা তার তারিখ এখনও চূড়ান্ত হয়নি৷
advertisement
advertisement
প্রশান্ত কুমার জানিয়েছেন ইউপি টেট (UPTET Exam) প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে লিক (Question Paper Leaked) করা হয়৷ যার কারণে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে৷ এবার পরীক্ষা এক মাস বাদে হবে৷ এই ঘটনায় এসটিএফ একাধিক জায়গায় রেড করেছে৷ প্রয়াগরাজ এবং পশ্চিমী উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে৷ এইভাবে টেটে-র (TET)  প্রশ্নপত্র ফাঁসের   (Question Paper Leaked) ঘটনায় পরীক্ষা আয়োজনকারী এজেন্সিও সন্দেহের আওতায় এসে গেছে৷ এই পরীক্ষা আয়োজক এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে৷
advertisement
টেট (TET)  পরীক্ষা রদ হয়ে যাওয়ায় রাজ্য শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী জানিয়েছেন এই মামলা গম্ভীরতার সঙ্গে তদন্ত করে দেখা হবে৷ দুই পর্বের পরীক্ষাই রদ করে দেওয়া হবে৷ বেসিক শিক্ষা বিভাগের প্রধান সচিব দীপক কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে ়যে আধিকারিকদের ভুলে এই ভাবে হোয়াটসঅ্যাপে (Whatsapp) প্রশ্নপত্র লিক (Question Paper Leaked) হয়ে ভাইরাল (Viral) হয়েছে তাঁদের চিহ্নিত করে কঠিনতম শাস্তি দেওয়া হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
TET Exam Question Paper Leaked:টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হল হোয়াটসঅ্যাপে, উত্তরপ্রদেশে তুলকালাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement