পুরুলিয়া কিংবা বাঁকুড়া নয়, কোথায় আছে এই লাল টুকটুকে পলাশ ফুলের বাগান? দেখলে চোখ জুড়িয়ে যাবে

Last Updated:

Palash: বসন্তের এই সময়ে যারা পলাশকে ভালবেসে পুরুলিয়া কিংবা বাঁকুড়া যাওয়ার প্ল্যান করছেন, তারা ঘুরে দেখুন বাংলা সীমানার বেলমুলা। 

+
পলাশ

পলাশ বন

পশ্চিম মেদিনীপুর: পলাশ মানে বীরভূম কিংবা পুরুলিয়া। বসন্ত এলেই ভ্রমণ পিপাসু মানুষদের কাছে আগুন রাঙা পলাশ দেখতে প্রথম ডেস্টিনেশন তালিকায় থাকে পুরুলিয়া। সারি দিয়ে লাল পলাশের গাছ, দেখেও যেন প্রাণ জুড়ায়। তবে পুরুলিয়া কিংবা বীরভূম নয়, জঙ্গলমহলের আর এক জেলায় রয়েছে এমন সুন্দর পলাশের বন।
যেখানে সারা দিনের পাশাপাশি বিকালে পশ্চিমে ঢলে পড়া সূর্যের লাল আভায় আরও উজ্জ্বল হয় বসন্তের ফুল। পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমানায় রয়েছে সারি দিয়ে পলাশের গাছ। যা পরিবেশের শোভা দ্বিগুণ বাড়িয়েছে। যতদূর চোখ যায় তত দূরে রাঙা পলাশে ছেয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বসন্তের আর এই কটা দিনে আপনার ডেস্টিনেশন পুরুলিয়ার বদলে হোক এই জায়গা। তবে সামান্য কিছুটা দূরে আপনি উপভোগ করতে পারবেন নদীর স্নিগ্ধতা।
advertisement
advertisement
পাতা ঝরা শীতের পর, হালকা শীতল আমেজে বসন্তের দিন যাপন। চারিদিকে রংবেরঙের ফুলে ভরে গিয়েছে গাছপালা। আর বসন্ত মানে পলাশ শিমুলে ভরে যাওয়া চারিদিক। তবে পলাশের টানে সবাই এই বসন্তের সময়ে পুরুলিয়া বাঁকুড়া কিংবা বীরভূম যেতে পছন্দ করে। সেখানে গিয়ে পলাশের বনে দেদার ছবি তোলে সকলে। তবে পুরুলিয়া কিংবা বীরভূম নয়, কলকাতার খুব কাছেই রয়েছে এমন সুন্দর এক পলাশের বাগান যা আপনি হয়তআগে কখনওই যাননি।
advertisement
পশ্চিম মেদিনীপুরে বাংলা ওড়িশা সীমানা এলাকার দাঁতন থানার বেলমুলা এলাকায় রয়েছে একাধিক পলাশের গাছ। জাতীয় সড়কের পাশ থেকে চাষের মাঠ, অধিকাংশ জায়গায় শুধু পলাশের গাছ। সেই গাছ রাঙা হয়ে আছে ফুলে। কমবেশি বহু পর্যটক আসেন এখানে। কলকাতা থেকে দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। শুধু তাই নয় মেদিনীপুর শহর থেকে একদম কাছে।
advertisement
তাই বসন্তে এই সময়ে যারা পলাশকে ভালবেসে পুরুলিয়া কিংবা বাঁকুড়া যাওয়ার প্ল্যান করছেন, তারা ঘুরে দেখুন বাংলার সীমানার বেলমুলা। কলকাতা থেকে মাত্র ২৭৫ কিলোমিটারের পথ। এখানে এলে মন ভালো হয়ে যাবে আপনার। রাঙা পলাশের সঙ্গে নিজেকে একটু রাঙিয়ে ফেলতে পারবেন এখানে এসে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়া কিংবা বাঁকুড়া নয়, কোথায় আছে এই লাল টুকটুকে পলাশ ফুলের বাগান? দেখলে চোখ জুড়িয়ে যাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement