পুরুলিয়া কিংবা বাঁকুড়া নয়, কোথায় আছে এই লাল টুকটুকে পলাশ ফুলের বাগান? দেখলে চোখ জুড়িয়ে যাবে
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Palash: বসন্তের এই সময়ে যারা পলাশকে ভালবেসে পুরুলিয়া কিংবা বাঁকুড়া যাওয়ার প্ল্যান করছেন, তারা ঘুরে দেখুন বাংলা সীমানার বেলমুলা।
পশ্চিম মেদিনীপুর: পলাশ মানে বীরভূম কিংবা পুরুলিয়া। বসন্ত এলেই ভ্রমণ পিপাসু মানুষদের কাছে আগুন রাঙা পলাশ দেখতে প্রথম ডেস্টিনেশন তালিকায় থাকে পুরুলিয়া। সারি দিয়ে লাল পলাশের গাছ, দেখেও যেন প্রাণ জুড়ায়। তবে পুরুলিয়া কিংবা বীরভূম নয়, জঙ্গলমহলের আর এক জেলায় রয়েছে এমন সুন্দর পলাশের বন।
যেখানে সারা দিনের পাশাপাশি বিকালে পশ্চিমে ঢলে পড়া সূর্যের লাল আভায় আরও উজ্জ্বল হয় বসন্তের ফুল। পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমানায় রয়েছে সারি দিয়ে পলাশের গাছ। যা পরিবেশের শোভা দ্বিগুণ বাড়িয়েছে। যতদূর চোখ যায় তত দূরে রাঙা পলাশে ছেয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বসন্তের আর এই কটা দিনে আপনার ডেস্টিনেশন পুরুলিয়ার বদলে হোক এই জায়গা। তবে সামান্য কিছুটা দূরে আপনি উপভোগ করতে পারবেন নদীর স্নিগ্ধতা।
advertisement
advertisement
পাতা ঝরা শীতের পর, হালকা শীতল আমেজে বসন্তের দিন যাপন। চারিদিকে রংবেরঙের ফুলে ভরে গিয়েছে গাছপালা। আর বসন্ত মানে পলাশ শিমুলে ভরে যাওয়া চারিদিক। তবে পলাশের টানে সবাই এই বসন্তের সময়ে পুরুলিয়া বাঁকুড়া কিংবা বীরভূম যেতে পছন্দ করে। সেখানে গিয়ে পলাশের বনে দেদার ছবি তোলে সকলে। তবে পুরুলিয়া কিংবা বীরভূম নয়, কলকাতার খুব কাছেই রয়েছে এমন সুন্দর এক পলাশের বাগান যা আপনি হয়তআগে কখনওই যাননি।
advertisement
দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
পশ্চিম মেদিনীপুরে বাংলা ওড়িশা সীমানা এলাকার দাঁতন থানার বেলমুলা এলাকায় রয়েছে একাধিক পলাশের গাছ। জাতীয় সড়কের পাশ থেকে চাষের মাঠ, অধিকাংশ জায়গায় শুধু পলাশের গাছ। সেই গাছ রাঙা হয়ে আছে ফুলে। কমবেশি বহু পর্যটক আসেন এখানে। কলকাতা থেকে দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। শুধু তাই নয় মেদিনীপুর শহর থেকে একদম কাছে।
advertisement
তাই বসন্তে এই সময়ে যারা পলাশকে ভালবেসে পুরুলিয়া কিংবা বাঁকুড়া যাওয়ার প্ল্যান করছেন, তারা ঘুরে দেখুন বাংলার সীমানার বেলমুলা। কলকাতা থেকে মাত্র ২৭৫ কিলোমিটারের পথ। এখানে এলে মন ভালো হয়ে যাবে আপনার। রাঙা পলাশের সঙ্গে নিজেকে একটু রাঙিয়ে ফেলতে পারবেন এখানে এসে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
March 12, 2025 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়া কিংবা বাঁকুড়া নয়, কোথায় আছে এই লাল টুকটুকে পলাশ ফুলের বাগান? দেখলে চোখ জুড়িয়ে যাবে