দিনে কতক্ষণ হাঁটলে শরীর 'ফিট' থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার 'ঠিক' সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
- Published by:Tias Banerjee
Last Updated:
Walking Tips: শরীর-স্বাস্থ্য ভাল রাখতে চাইলে প্রতিদিন হাঁটার অভ্যাস রাখুন। যাঁরা এখনও শুরু করেননি, এবার তাঁরাও রোজ হাঁটার অভ্যাস চালু করে ফেলুন। কখন কতটা হাঁটবেন? জেনে নিন চিকিৎসকের পরামর্শ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সকালে হাঁটতে পারলেই সবচেয়ে ভাল। কারণ ভোরবেলা রোদের তেজ কম থাকে, বাতাসে দূষণের মাত্রাও কম থাকে। বাড়ির কাছে মাঠ থাকলে সবচেয়ে ভাল। তা না হলে পার্ক, এমনি রাস্তা, কিছু না পেলে বাড়ির ছাদেও হাঁটতে পারেন নিয়মিত। তবে চেষ্টা করুন সমতল জায়গায় হাঁটাচলা করার। রাস্তা ভাল না হলে, পায়ে চোট-আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিদিন অন্তত আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট হাঁটতে পারলেই যথেষ্ট। ভোরবেলা হোক কিংবা বিকেলে বা রাতের দিকে, চেষ্টা করুন হাঁটার অভ্যাস রাখার।
advertisement
ডাঃ অমিতাভ সেনগুপ্ত, অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ও লাইফস্টাইল বিশেষজ্ঞের মতে, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা শরীরের উপর ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলে। এটি শুধুমাত্র ওজন কমানোর জন্য উপকারী নয়, বরং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও অনেকাংশে কমায়। হাঁটা মানসিক চাপ দূর করতে এবং ভালো ঘুম আনতে সাহায্য করে। তবে হাঁটার সময় আরামদায়ক জুতো পরা, সঠিক ভঙ্গিতে হাঁটা এবং জল খাওয়ার অভ্যাস রাখা জরুরি।
advertisement
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন দৌড় বা ভারী শরীরচর্চার মতো হাঁটার তেমন কোনও উপকারিতা নেই, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। নিয়মিত হাঁটার ফলে জয়েন্ট ও পেশির স্থিতিস্থাপকতা বাড়ে, ফুসফুসের কার্যকারিতা উন্নত হয় এবং মস্তিষ্কের রক্তসঞ্চালন ভাল থাকে, যা আলঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো সমস্যার ঝুঁকি কমাতে পারে।
advertisement
কিছু জরুরি পরামর্শ - অতিরিক্ত গতিতে হাঁটার দরকার নেই, স্বাভাবিক গতিতে হাঁটুন। - প্রথম দিন থেকেই ৩০ মিনিট হাঁটবেন না, ধীরে ধীরে সময় বাড়ান। - অতিরিক্ত রোদ বা গরমের সময় হাঁটবেন না, প্রয়োজনে জল পান করুন। - হাঁটার সময় আরামদায়ক জুতো পরুন, যাতে পায়ে আঘাত না লাগে। - হাঁটার সময় সঙ্গে রাখুন জলের বোতল ও টাওয়েল।
advertisement