খুশি হলে স্ত্রী করতেন এক 'অদ্ভুত' দাবি! দ্বিতীয় স্বামীও পূরণ করতে পারলেন না...সত্যিটা জানার পর হতবাক পুলিশ!

Last Updated:
Wife: প্রথম স্বামী না পারলেও দ্বিতীয় স্বামী চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ সেই চেষ্টার পরিণতি হল ভয়ঙ্কর। একদিন এই রহস্যময় দাবির কারণেই ঘটে গেল ভয়ানক ঘটনা। যে ঘটনা জানার পর হতবাক হয়ে যায় পুলিশও! কী ছিল সেই অদ্ভুত ইচ্ছা? কেন কেউই পূরণ করতে পারেনি তা? আর শেষমেশ কী ঘটেছিল সেই রাতে? রহস্য ফাঁস হতে শুরু করল ধাপে ধাপে…!
1/9
 মহিলা যখনই তিনি আনন্দিত হতেন, তাঁর স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে যেত! কারণ, তখনই উঠে আসত এক অদ্ভুত দাবি—এক এমন জেদ, যা কেউই পূরণ করতে পারেনি।
মহিলা যখনই তিনি আনন্দিত হতেন, তাঁর স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে যেত! কারণ, তখনই উঠে আসত এক অদ্ভুত দাবি—এক এমন জেদ, যা কেউই পূরণ করতে পারেনি। (Representative Image: Chat Gpt) 
advertisement
2/9
ওই মহিলার প্রথম স্বামী আগেই মারা গিয়েছেন, কিন্তু দ্বিতীয় স্বামীও তাঁর এই অদ্ভুত ইচ্ছা পূরণ করতে পারেননি। তিনি প্রায়শই স্ত্রীর কারণে হতাশ থাকতেন।
ওই মহিলার প্রথম স্বামী আগেই মারা গিয়েছেন, কিন্তু দ্বিতীয় স্বামীও তাঁর এই অদ্ভুত ইচ্ছা পূরণ করতে পারেননি। তিনি প্রায়শই স্ত্রীর কারণে হতাশ থাকতেন। (Representative Image: Chat Gpt) 
advertisement
3/9
পুলিশ যখন এই বিষয়টি জানতে পারে, তখন তারাও ধন্দে পড়ে যায়। কী ঘটেছিল? জানলে শিউরে উঠবেন।
পুলিশ যখন এই বিষয়টি জানতে পারে, তখন তারাও ধন্দে পড়ে যায়। কী ঘটেছিল? জানলে শিউরে উঠবেন।
advertisement
4/9
তদন্তে জানা যায়, ওই মহিলা প্রায়ই স্বামীর সঙ্গে বিবাদে জড়াতেন। ঘটনার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল।
তদন্তে জানা যায়, ওই মহিলা প্রায়ই স্বামীর সঙ্গে বিবাদে জড়াতেন। ঘটনার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। (Representative Image: Chat Gpt) 
advertisement
5/9
সূত্রের খবর, মহিলার প্রথম স্বামী আগেই মারা গিয়েছিলেন। এরপর তিনি অভিযুক্ত হীরা সিং-এর সঙ্গে বসবাস শুরু করেন। কিন্তু মৃতা ছিলেন মদে আসক্ত। প্রায়শই যেখানে মদ খেতেন, সেখানেই ঘুমিয়ে পড়তেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। স্বামী তাঁর চরিত্র নিয়েও সন্দেহ করতেন।
সূত্রের খবর, মহিলার প্রথম স্বামী আগেই মারা গিয়েছিলেন। এরপর তিনি অভিযুক্ত হীরা সিং-এর সঙ্গে বসবাস শুরু করেন। কিন্তু মৃতা ছিলেন মদে আসক্ত। প্রায়শই যেখানে মদ খেতেন, সেখানেই ঘুমিয়ে পড়তেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। স্বামী তাঁর চরিত্র নিয়েও সন্দেহ করতেন। (Representative Image: Chat Gpt) 
advertisement
6/9
ঘটনার দিনও এমনই কিছু ঘটেছিল, যা নিয়ে স্বামী ভীষণ রেগে যান। প্রচণ্ড ক্রোধের বশে হীরা সিং মহিলার মাথায় পাথর দিয়ে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার দিনও এমনই কিছু ঘটেছিল, যা নিয়ে স্বামী ভীষণ রেগে যান। প্রচণ্ড ক্রোধের বশে হীরা সিং মহিলার মাথায় পাথর দিয়ে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। (Representative Image: Chat Gpt) 
advertisement
7/9
মধ্যপ্রদেশের আনুপপুর জেলায় এক রহস্যময় ঘটনা সামনে এসেছে। এক নারী, যাঁর প্রথম স্বামী আগেই মারা গেছেন, দ্বিতীয় স্বামীর সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল অস্বাভাবিক। কিন্তু রহস্যের আসল সূত্র লুকিয়ে ছিল তাঁর অদ্ভুত স্বভাবে। মহিলা যখনই তিনি আনন্দিত হতেন, তাঁর স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে যেত! কারণ, তখনই উঠে আসত এক অদ্ভুত দাবি—এক এমন জেদ, যা কেউই পূরণ করতে পারেনি।
মধ্যপ্রদেশের আনুপপুর জেলায় এক রহস্যময় ঘটনা সামনে এসেছে। এক নারী, যাঁর প্রথম স্বামী আগেই মারা গেছেন, দ্বিতীয় স্বামীর সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল অস্বাভাবিক। কিন্তু রহস্যের আসল সূত্র লুকিয়ে ছিল তাঁর অদ্ভুত স্বভাবে। মহিলা যখনই তিনি আনন্দিত হতেন, তাঁর স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে যেত! কারণ, তখনই উঠে আসত এক অদ্ভুত দাবি—এক এমন জেদ, যা কেউই পূরণ করতে পারেনি। (Representative Image: Chat Gpt) 
advertisement
8/9
প্রথম স্বামী না পারলেও দ্বিতীয় স্বামী চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ সেই চেষ্টার পরিণতি হল ভয়ঙ্কর। একদিন এই রহস্যময় দাবির কারণেই ঘটে গেল ভয়ানক ঘটনা। যে ঘটনা জানার পর হতবাক হয়ে যায় পুলিশও! কী ছিল সেই অদ্ভুত ইচ্ছা? কেন কেউই পূরণ করতে পারেনি তা? আর শেষমেশ কী ঘটেছিল সেই রাতে? রহস্য ফাঁস হতে শুরু করল ধাপে ধাপে
প্রথম স্বামী না পারলেও দ্বিতীয় স্বামী চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ সেই চেষ্টার পরিণতি হল ভয়ঙ্কর। একদিন এই রহস্যময় দাবির কারণেই ঘটে গেল ভয়ানক ঘটনা। যে ঘটনা জানার পর হতবাক হয়ে যায় পুলিশও! কী ছিল সেই অদ্ভুত ইচ্ছা? কেন কেউই পূরণ করতে পারেনি তা? আর শেষমেশ কী ঘটেছিল সেই রাতে? রহস্য ফাঁস হতে শুরু করল ধাপে ধাপে...
advertisement
9/9
আনুপপুর জেলার রামনগর থানার অন্তর্গত ছোটে ভালমুড়ি গ্রামের কাছে মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার নাম সেমবতী বৈগা ওরফে দাহরিয়াইন (৪০)। স্থানীয় বাসিন্দারা বনাঞ্চলে পড়ে থাকা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে।
আনুপপুর জেলার রামনগর থানার অন্তর্গত ছোটে ভালমুড়ি গ্রামের কাছে মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার নাম সেমবতী বৈগা ওরফে দাহরিয়াইন (৪০)। স্থানীয় বাসিন্দারা বনাঞ্চলে পড়ে থাকা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে। (Representative Image: Chat Gpt) 
advertisement
advertisement
advertisement