North 24 Parganas News: পেশায় সিভিক ভলেন্টিয়ার রানা, ছোটদের সঙ্গেই করেন এই কাজ! উৎসাহ জোগাচ্ছে পুলিশও
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: সিভিক ভলেন্টিয়ার এর পোশাকে তিনি প্রতিদিন কাজ করেন পুলিশের সঙ্গে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে। আবার অবসর সময়ে তিনিই হয়ে ওঠেন একদল খুদে শিল্পীর প্রিয় শিক্ষা গুরু।
উত্তর ২৪ পরগনা: সিভিক ভলেন্টিয়ার এর পোশাকে তিনি প্রতিদিন কাজ করেন পুলিশের সঙ্গে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে। আবার অবসর সময়ে তিনিই হয়ে ওঠেন একদল খুদে শিল্পীর প্রিয় শিক্ষা গুরু। নিউ বারাকপুর থানার সিভিক ভলান্টিয়ার রানা সরকার। শুধু একজন দায়িত্ববান পুলিশ সহায়কই নন, তিনি যেন একজন সংস্কৃতিপ্রেমী মানুষও।
সাধারণত থানার সিভিক ভলান্টিয়ারদের কাজ পুলিশকে সহযোগিতা করা, রাস্তায় টহল দেওয়া, জনসচেতনতা বাড়ানো কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণ করা। রানা সরকারের কাজের পরিধি আরও বিস্তৃত। প্রয়োজনে তিনি থানার সরকারি গাড়িও দক্ষতার সঙ্গে চালিয়ে থাকেন। সহকর্মীদের মতে, তাঁর মধ্যে রয়েছে কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলা। কিন্তু দিনের শেষে এই রানাই যেন এক অন্য পরিচয়ের অধিকারী হয়ে ওঠেন।
advertisement
ডিউটি শেষে সিভিক ভলেন্টিয়ারের পোশাক খুলে রেখে তিনি সময় দেন ছোট ছোট ছেলে-মেয়েদের। যাদের তিনি শেখান আধুনিক নৃত্যশৈলী। গত ১২ বছর ধরে এভাবেই চলে আসছে রানার নাচের স্কুল। সেখানেই নিয়মিত ছোট ছোট ছেলে মেয়েদের ছন্দ, তাল ও নৃত্যের অভিব্যক্তির পাঠ দেন পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও নেশায় কোরিওগ্রাফার রানা সরকার।
advertisement
advertisement
এমন দুই ভিন্ন চরিত্রে রানা সরকার এখন তাই নিউ বারাকপুর এলাকার পরিচিত মুখ হয়ে উঠেছে। তার সহকর্মী থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরাও সিভিক ভলেন্টিয়ার রানার এমন প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 7:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পেশায় সিভিক ভলেন্টিয়ার রানা, ছোটদের সঙ্গেই করেন এই কাজ! উৎসাহ জোগাচ্ছে পুলিশও